পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ घमिर्थ उद्वत्र । ভক্তিরত্নাকর। bo 6 ভাদি সব কৈল সমাধান ॥ কন্যা জামাতায় নিরখিয়া । তিলে তিলে বাঢ়ে মুখ উথলয়ে হিয়া । (কহিতে কে জানে লোকচার। ঘন ঘন নারীগণে দেই যজকার । বিষ্ণুপ্রিয়া দেবী গোরাচাদে । লইতে বাসর ঘরে কেবা থির বন্ধে ॥। নরহরি পহু গোরারায় । চলে বাসঘরে কত কৌতুক হিয়ায় ॥ পুনঃ যথা রাগঃ ॥ নদীয়া বিনোদ গোরা। প্রবেশে বাসর,-ঘরে নব নব, তরুণিগণের পরাণ চোরা ॥ ধ্রু ॥ কুলবধূগণ, মনের উল্লাসে, বিশ্বন্তরে বিষ্ণুপ্রিয়ায় লইয়া। স্বমধুর ছন্দে, বসায় বাসরে , অনিমিষ অাখে, ও মুখচা’য়া ॥ কেহ পরশের, সাধে হাসি হালি, সুগন্ধি চন্দন মাখায় অঙ্গে । কেহ সাজাইয়া, তাম্বুল বীটিকা, সম্পূট সম্মুখে, রাখয়ে রঙ্গে ॥ কেহ করে কত, কৌতুক ছলেতে, ঢলি পড়ে গায়, পুলক হিয়া । নরহরিনাথ, আগে রহে কহে, ভঙ্গিতে কুসুম, অঞ্জলি দিয়া ॥ পুনঃ যথা রাগঃ ॥ বাসর ঘরেতে গোরারায়। রূপে কোটি মদন মাতয় ॥ কুলবধূগণ মনস্থখে। সোপয়ে নয়ন চান্দমুখে ॥ ঘুঙটে ঘুঘট কেউ দিয়া । কহে কি বা ঈষৎ হাসিয়া ॥ পুলকে ভরয়ে সব গা । বৰ্ণপয়ে বসন দিয়া ত ॥ কেউ দাড়াইয়। কারু পাশে । কাপে সেনা রসের আবেশে ॥ কেহ অতি অথির ছিয়ায় । নিছয়ে জীবন রাঙ্গাপায় ॥ বাসর ঘরেতে রঙ্গ যত । তাহ।