পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ। ভক্তিরত্নাকর। tూడిపె মোহন গোর শচীয় নন্দন। বিদ্যারলে মগ্ন শিষ্য সঙ্গে গমুক্ষণ ॥ দেখিয়া পাষণ্ড বৃদ্ধি সহিতে না পারে। হইল প্রভুর ইচ্ছা গয়৷ যাইবারে । এই খানে মায়ের চরণে প্ৰণমিয়া । গয়া চলিলেন প্রভু ময়ে প্রবেধিয় ॥ লোকরীতে গয়াকৃধ্য সারি গৌরহরি। গৃহে আসে ঈশ্বরপুরীরে কৃপা করি ॥ নবদ্বীপে প্রভু আইলেন কিছু দিনে । আনন্দে বিহ্বল হইলেন পর্ব জনে ॥.(বিবিধ মঙ্গল কৰ্ম্ম করে শচীমায় । বাড়ির বহিরে গিয়া, পথ পানে চায়। লোকে জিজ্ঞাসয়ে বিশ্বম্ভর কত দুরে । হেন কালে প্রভু তাইলেন নিজ ঘরে ॥}ওহে শ্ৰীনিবাস বিশ্বম্ভর এই খানে। মহtহর্ষে প্রণমিলা মায়ের চরণে ॥ জননীর যে আনন্দ কহিতে কে পারে। সজল নয়নে মুখ চাহে বারে বারে ॥ বিষ্ণুপ্রিয় দেবী প্রাণনাথে নিরখিয়া । আনন্দে বিহ্বল ন! ধরিতে পারে হিয়া ॥ বিষ্ণুপ্রিয়া-পিতৃ-কুলে হৈল মহানন্দ } কি বলিব সবার জীবন গৌরচন্দ্র ৷ প্রভুরে দেখিতে আইলেন যত জন । তা সবারে কৈল যথাযোগ্য আচরণ ॥ লঙ্গি । গণ বিদায় করিলা বিশ্বম্ভর । সে সবে আনন্দে গেলা নিজ নিজ ঘর । শ্রীমামূ-পণ্ডিত আদি চারি পাঁচ জনে । ঐগর- , প্রসঙ্গ কহে বসি এ নির্জনে ॥ বিষ্ণুপাদপদ্ম তীর্থ নাম উচ্চ রিতে। ভালয়ে নেত্রের জলে নারে স্থির হৈতে ॥ ছাড়ে দীর্ঘ শ্বাস কৃষ্ণ বলি বারে বারে। ভরয়ে পুলক কম্প প্রভুর শরীরে ৷ কত ক্ষণে স্থির হৈয়া শচীর নন্দন । ঐ মানুপণ্ডিঙে