পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতয় তরঙ্গ। ] ভক্তিরত্নীকর । ጫ¢ হৈল চমৎকার ॥ ধনঞ্জয়-বিদ্যাবাচস্পতি ভাগ্যবান। নিজ- ; সাধ্যমতে করিলেন বিদ্যাদান ॥ চাথন্দিতে বৈসে বিদ্যাবন্ত বহু জন । শ্ৰীনিবাসে দেখি সবে সঙ্কোচিত হন। বিষ্ণু- । পরায়ুণ যে প্রাচীন বিপ্রবর্য্য । তা’র সব পরস্পর কহে কি আশ্চৰ্য্য ৷ অল্পকালে সকল শাস্ত্রেতে হৈল জ্ঞান । সদা সুনিৰ্ম্মল ভক্তি-পথে সাবধান ॥ বহু দিন হৈতে বাস হইল এথাই। এমন বালক মোরা কভু দেখি নাই। কিবা কঁচি সোণার বরণ তনুখানী। কিবা সে মুথের শোভ কি মধুর বাণী ॥ হাসিতে খসয়ে সুধ দশন সুন্দর । কিবা দুট দীঘল-নয়ন মনোহর ॥ কিবা নাসা শ্রীতি গগু ভুরু ভালদেশ | কিবা মাথে চিকন ট{চর চারু কেশ ॥ কিবা বাহু-বলনী ললিত বক্ষঃ পীন । নিরুপম উদর-মাধুর্য্য কোটিক্ষীণ ॥ কিবা জামু-জঙ্ঘা সুকোমল পদদ্বয় । দেব-অংশ বিনা কি মনুষ্যে ঐছে হয় । চৈতন্যদাস যৈছে অপুত্ৰক ছিল । তৈছে প্রভু আনন্দের মূৰ্ত্তি পুত্র দিল ॥ কেহ কহে ইহার বালাই লৈয়া মরি । না দেখি কি করে হিয়া পাসরিতে নারি ॥ কেহ কহে সংসারে পাইয়ে মহাদুঃখ । ইহারে দেখিলে মনে উপজয়ে সুখ ॥ কেহ কহে মোর পুত্র কম্বা | বহু হয়। তাহ হৈতে শ্ৰীনিবাসে স্নেহ অতিশয় ॥ ধ্রীচৈতন্য- ' সেরে কহিব কোন ছলে । ইছার বিবাহ যেন দেন অল্পকালে ॥ ঐছে পরস্পর কহি করে আশীৰ্ব্বাদ । নেত্রে শরি রাখে সদা মনে এই সাধ ॥ চখদিতে জন্ম স্ত্রীনিবাসের