পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ बांनभं ऊद्रत्र । ভক্তিরত্নাকর। કરહ কাখতীলী দিয়া কহে, জানিলু আনিলু বলীর ॥ ব্রহ্মা আদি দেৰগণ, করে পুষ্প বরিষণ, জয় জয় ধ্বনি অনিবার। গন্ধৰ্ব্ব কিন্নর যত, বায় বাদ্য কত শত, গায় গুণ সুখের পাথার ॥ ওঝ। মহা ভাগ্যবান, পুত্রের কল্যাণে দান, করে যত লেখা নাই দিতে। কত না জৌতুক লৈয়া, লোক সব আসে ধা’য়া, মহা ভীড় গৃহে প্রবেশিতে ॥ ধন্য রাঢ় মহী আর, ধন্য সে* নক্ষত্র বীর, ধন্য মাঘ শুক্ল ত্রয়োদশী । নরহরি কহে ভাল, . ধন্য ধন্য কলি কাল, প্রকটে খণ্ডিল দুঃখ রাশি ॥ পুনঃ সুহই ॥ প্রভু নিত্যানন্দ, আনন্দের কন্দ, পুরুবে রোহিণী তনয় যেহেঁ। ধন্য কলি কৈলা, শুভক্ষণে হৈলা, পদ্মাবতীগর্তে প্রকট তেহেঁ ॥ জয় জয় জয়, ধ্বনি অতিশয়, মঙ্গল হাড়াই পণ্ডিত ঘরে । একচক্রাবাসী, লোক সুখে ভাসি, ধা’য় আসে ধৃতি ধরিতে নারে ॥ সূতিকা মন্দিরে, ঝল মল করে, নিতাইর মুখচন্দ্রমা চারু । সে শোভা দেখিতে, কত সাধ চিতে, দেখে আঁখে নাই নিমিখ কারু ॥ হর্ষে দেবগণ, বর্ষে পুষ্প ঘন, অলখিত নৃত্য ভঙ্গিম ভালে। ঘনশ্যাম গায়, নানা বাদ্য বায়, ধা ধা ধিকি ধিকি, ধেমান তালে ৷ নিত্যানন্দ জন্ম বাল্য লীলা মহেtহর । গৃহে বাস কৈল। প্রভু দ্বাদশ বৎর ॥ সন্ন্যাসির ছলে গৃহে হইতে চলিলা । তীর্থ পৰ্য্যটন করে এ অদ্ভুত লীলা ॥ সৰ্ব্ব মনোরথসিদ্ধি করি | > | 8 |