পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ーや ভক্তিরত্নীকর । [ দ্বিতীয় তরঙ্গ । যে রীত । এ সকল কথা হৈল সৰ্ব্বত্র বিদিত ॥ চtখদিনিকট যে যে ভক্তের অtলয় । তথা শ্ৰীনিবাসের গমন সদা হয় ৷ শ্ৰীগোবিন্দঘোষ অাদি অধৈর্য্য অন্তরে । স্ত্রীগৌরচন্দ্রের লীলামৃতে সিক্ত করে ॥ কহিতে কি জানি সবে যে অনিন্দ পায় । সলাকার ইচ্ছ। ভরি রাখয়ে হিয়tয় ৷ তিলে তিলে কি অদ্ভুত স্নেহের প্রকাশ । সবে কহে গৌরপ্রেম-মূৰ্ত্তি শ্ৰীনিবাস ॥ খ্ৰীনিবাস-প্রসঙ্গ সর্ববত্ৰ সবে কয় । শ্ৰীনিবাসে দেখিতে সবার সাধ হয় ৷ শ্ৰীখণ্ডে ক্রনরহরি স্ত্রীরঘুনন্দন । শ্ৰীনিবাসে দেখিতে উদ্বিগ্ন অমুক্ষণ ॥ স্ত্রীনিবাস তা সবার দশমনিমিত্তে । সদা উৎকণ্ঠিত এক নরয়ে যাইতে ॥ অকস্মাং যাজি গ্রাম হৈতে কেহ তাইলা । শ্রীনিবাস তার সহ যাজি গ্রাম গেলা ॥ ঠাকুর-ঐনরহরি গোষ্ঠীর সহিতে । গঙ্গাস্বানে অtইসেন যাজি গ্রাম-পথে ॥ তথ। শ্ৰীনিবাসে দেখি যে আনন্দ মনে । তাহা একমুখে বা বর্ণিবে কোন জনে ॥ শ্ৰীনিবাস ঐসরকার-ঠাকুরে দেখিয়া ৷ হইলা অধৈর্য্য সুখে উথলয়ে হিয়া ॥ অতি-দীন প্রায় হৈয়া প্রণাম করিতে। ঠাকুর করিয়া কোলে বিহবল স্নেহেতে ॥ খ্ৰীনিবাস প্রতি কহে মধুর বচন । তোমারে দেখিয় জুড়াইল নেত্র মন ॥ বড় সাধ ছিল বাপু তোমারে দেখিতে । এত কহি হস্তপদ্ম বুলtয় অঙ্গেতে শ্ৰীনিবাস করযোড় করি নিবেদয় । এই ক’রে যেন মনোরথ পূর্ণ হয় । মুঞি অতি অজ্ঞ কিছু কহিতে না জানি । সর্ব প্রকারেতে রঙ্গ করিবা তাtপনি ৷