পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ ৬ ভক্তিরত্নাকর। br33 সময় । কিছু না বুঝিয়ে মোর মনে কত হয় ৷ শুনি মহানন্দে প্রভু মন্দ মন্দ হাসে । কহি কত মায়ে পুন কহে মৃদুভাষে ॥ অদ্য নিত্যানন্দে এথা করাহ ভোজন। (শুনি জননীর অতি উল্লসিত মন ॥ ভিক্ষার সামগ্ৰী শচী শীঘ্র সজ্জ কৈলা । নিত্যনন্দে প্রভু মহানন্দে লৈয়া আইল ॥এইখানে আসিয়া বসিলা দুই জন। এখ। বৈসে গদাধর আদি আপ্তগণ ॥ ওহে শ্ৰীনিবাস সে অপূৰ্ব্ব শোভা হেরি। চরণ ধুইতে জল দিলু শীঘ্ৰ করি ॥ করয়ে ভোজন দোহে বসিয়া এথাই । শ্যাম শুক্ল রূপ নিরিখয়ে শচী আই ॥ দোহার অদ্ভুত শোভা বারেক চাহিতে । প্রেমায় বিহ্বল তাই নারে স্থির হৈতে ॥ শ্ৰীশচীদেবীর যৈছে প্রেমের বিকার । কহিতে না জানি যৈছে ভোজন দোহার ॥ ভোজন করিয়া দোহে বসিলা এথায় । স্থান পরিষ্কার মুই করিল ত্বরায় ॥ পত্র অবশেষ হর্ষে লইলু সকল। সে সব ভাবিতে হিয়া হইছে বিকল ॥ নিত্যানন্দে লৈয়া গৌরচন্দ্র গণসনে। এখা হৈলা পরম বিহ্বল সঙ্কীর্তনে ॥ এথা বিশ্বম্ভর আপনারে প্রকাশয় । মৎস্য কুৰ্ম্ম বরাহ বামন আদি হয় ॥ যখন যে ভাবে প্রভু আপন প্রকাশে। তখন তা দেখে মাত্র প্রভুপ্রিয় দাসে ॥ শিবের গায়ক এক আসিয়া এথায়। গায় শিব-গীত নাচে ডমরু বাজায় ॥ মহে শের ভাবে প্রভু ধৈর্য্য নাই বন্ধে। মুই সে মহেশ বলি চঢ়ে তার কান্ধে ॥ গীতে যথা মালব-স্ত্রী ॥ | > *q )