পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। v-85 ঘনশ্যাম দাসে ॥ - (প্ৰভুল্ভ্য দেখি সবে হৈলা বিমোহিত। বধু-সহ জাই দেখি হৈলা উল্লসিত ॥ সঙ্কীর্তনাবেশে প্রভু লৈয়া পরিকরে। গঙ্গায় করিয়া জলক্রীড়া আইলা ঘরে ॥ চরণ পাখালি ভুলসীরে প্রণমিয়া । ভুঞ্জে বিষ্ণু-প্রসাদাম এ ঘরে বসিয় ॥ ভক্ষণাদি সারি এখা করিলা শয়ন ) অলক্ষিত আসিয়া সেবিল দেবগণ ॥ প্রভুর এ লীলা বা বুঝিব কুন জনে। দেখিলু যে সব তা সদাই জাগে মনে ॥ (একদিন প্রভু শ্ৰীবাসের বাড়ি গেলা । তার শাশুড়ীরে কৃপা করি ঘরে আইলা ॥) এক দিন প্রভু এই পথে গণসনে। সঙ্কীর্তনবেশে চলে নগরভ্রমণে ॥ নগর ভ্ৰমিয়া প্রভু উল্লাস হিয়ায়। গণসহ গৃহে আলি বৈসয়ে এথায় ॥ কে বুঝে চরিত্র, প্রভু কহে সৰ্ব্বজনে। প্রেমশূন্য দেহত্যাগ করিব এখনে ॥ ইহা বলি গঙ্গায় পড়য়ে ঝাপ দিয়া । নিত্যানন্দ হরিদাস আনয়ে তুলিয়া । ইখে যে কৌতুক তাছা কে কহিতে পারে। সঙ্কীর্তনস্থথে প্রভু সদাই বিহরে ৷ এই দেখ বাড়ির নিকট রম্য স্থানে । হইলেন পরমবিহবল সঙ্কীর্তনে ॥ - গীতে যথা—বঙ্গাল ॥ নাচত গৌরচন্দ্র গুণধাম। ঝলকত অঙ্গ,-কিরণ মনরঞ্জন, কনক মেরু দূরে দামিনী-দাম ॥ ধ্রু ॥ বন্ধুর বদন, মদন মদ-মর্যান, মধুরিমহাস যুবতিস্থতিহারি। শ্ৰুতিজিতি তরুণ, অরুণমণি কুণ্ডল, টল মল নয়নযুগল ছবি [ با ۰ د]