পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। । -85 ত পরিকর ৷ শ্ৰীগৌরচন্দ্রের রঙ্গ কে বুঝিতে পারে। ভক্তসঙ্গে বিহরয়ে বিবিধ প্রকারে । অদ্বৈত্তেরে গুরু-ভক্তি করে গোঁর রায় । তাহাতে অদ্বৈতাচাৰ্য্য মহাদুঃখ পায় ॥ অদ্বৈতের মনে হৈল ঐছে কাৰ্য্য করি। যাতে মোর শাস্তি প্রভু করে চুলে ধরি। এত বিচারিয়া হরিদাসে লৈয়া সঙ্গে । কুন ছলে বিদায় হইয় চলে রঙ্গে ॥ প্রভু-ক্রোধ জন্মাইতে উপায় স্থঞ্জিল । "ভক্তি ছাড়ি জ্ঞান শ্রেষ্ঠ” ব্যাখ্যা আরম্ভিল । নিজ গৃহে বসি দিব্য পীড়ার উপরে । মহাদৰ্পে জ্ঞান শ্রেষ্ঠ বুঝায় সবারে ॥ অদ্বৈতাচার্য্যের ব্যাখ্য। শুনিয়া সকলে । পরস্পর কহে কত রহিয়া বিরলে ॥ীতাদেবী ঐঠাকুরাণীর প্রতি কয় । না বুঝিয়ে এবা কোন রঙ্গ প্রকাশয় । অবশ্য হুইব এখ প্রভুর গমন। এত কহি কয়য়ে সামগ্ৰী আয়োজন } সকল জানয়ে অন্তর্যামী গৌরচন্দ্র। এই খানে বলিয়। হাসয়ে মন্দ মন্দ ॥ অদ্বৈত সঙ্কল্পসিদ্ধি করিবার তরে । নগরভ্রমণ-ছলে চলে শাস্তিপুরে । সঙ্গে নিত্যানন, গতি অদ্ভূত দোহার । দেখি সে মাধুর্য ধৈর্য্য ধরে শক্তি কার ॥ ললিতপুরেতে কৃপা করি সন্ন্যাসিরে । গঙ্গাপথে দোহে শীঘ্ৰ গেল শাভিপুরে । অদ্বৈত আচাৰ্য্য প্রভুগমন জানিয়া । জ্ঞান শ্রেষ্ঠ বাখানে অধিক মত্ত হৈয়া। অদ্বৈত-অালয়ে প্রভু করিলা গমন । অচ্যু: ' তানদাদি বন্দে প্রভুর চরণ। সব প্রতি শুভদৃষ্টি করি গৌর: চন্দ্র। অদ্বৈতসম্মুখে গেল গঙ্গে নিত্যানন্দ ॥ প্ৰভু ক্রোধে