পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[छ!गण उन्नत्र । ভক্তিরত্নাকর । b"8é。 কৈলু এ প্রকারে ৷ ছাড় ছাড় ওরে রে পাগল ! নষ্ট ভৈলা । তেহেঁ ন ছাড়ে তারে অদ্বৈত ত্যাগ কৈলা ৷ মহাৰহিমুখৰীজ করিল রোপণ । ক্রমে বৃদ্ধি হইব জানিল বিজ্ঞগণ ॥ নিত্যনন্দাদ্বৈত হরিদাস প্রভুসঙ্গে। শাস্তিপুর হৈতে নদীয়ায় আইলা রঙ্গে ॥ নিজগৃহে আসি প্রভু বসিলা এখায়। প্রভুকে দেখিতে লোক চতুর্দিকে ধায় ৷ শ্ৰীবাস মুকুন্দ বক্রেশ্বর-জাদি যত। হইলেন সবে সঙ্কীর্তনে উনমত ॥ সঙ্কীৰ্ত্তন মুখের সমুঞ্জে প্রভূ ভাসে । এই পথ দিয়া গেলা শ্ৰীৰসি-আবালে ৷ শ্ৰীৰাসের ঘরে মুখ প্রকাশি আসিয়া । মুরারির ঘরে গেল। এই পথ দিয়া ॥ তথা হৈতে আসি এখা বৈসে বিশ্বম্ভর । চকুর্দিকে শোভয়ে সকল পরিকর। (অন্তত ভঙ্গিতে প্ৰভু কহে প্রিয়গণে । অপরাধ কৈলা মাতা অদ্বৈতের স্থানে। যদি তার পদধূলি ধরেন মাথায়। তবে তার স্থানে তার অপরাধ যায়। এত কহি ভক্তিযোগ করয়ে প্রকাশ । অfইর যে অপরাধ শুন’ শ্ৰীনিবাস ॥ বিশ্বরূপ বৈসে সদা অদ্বৈতসভায় । করিলা সন্ন্যাস তেহেঁ। আপন ইচ্ছায় । পুত্রের বিচ্ছেদে আই ব্যাকুল হুইয়া। মনে বিচারয়ে এথা কান্দিয়া কান্দিয়া । অদ্বৈত গোসাঞির। দয়ামাত্র নাই চিতে । বিশ্বরূপে বাহির করিলা ঘরে হৈতে ॥ এ পুত্রেও স্থির হৈতে না দেন আচাৰ্য্য। মহাবিজ্ঞ হইয়া করেন হেন কাৰ্য্য । আচাৰ্য্য গোসাঞি মোর দুই পুত্র নিল । এত মনে করিতেই ভয় উপজিল ৷ এই অপরাধমাত্র করিলেন