পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮣ•© o ভক্তিরত্নীকর । [ দ্বাদশ তরঙ্গ । মন্ত্র জপ করে ঘরে গাই ॥ প্রভুর অজ্ঞায় সবে উল্লাস অন্তর । সঙ্কীৰ্ত্তন আরম্ভ করিলা ঘরে ঘরে। কাজি + দুষ্ট কীৰ্ত্তন সহিতে নারে কভু ! করিল কীৰ্ত্তন বাধ শুনিলেন প্ৰভু ! শুনি মহাক্রোধযুক্ত হৈয় গৌরহরি। আপনার তত্ত্ব প্রকাশয়ে দৰ্প করি। ঘন ঘন হুঙ্কার করয়ে মহারঙ্গে । নগরকীর্তনে প্ৰভু সাজে গণসঙ্গে ৷ হইল সৰ্ব্বত্র ধ্বনি শচীর নন্দন । নগরে নগরে অজি করিব কীৰ্ত্তন ॥ নগরিয়া লোকে অজ্ঞা কৈল গৌররায় । গোধূলি-সময়ে ক্ষু সবে জাগিবে এথায় ॥ নগরিয়া লোক মহাপ্রফুল্ল হৃদয়। সাজিয়া আইলা এথা শোভা অতিশয় ॥ লোকের নাহিক,তান্ত ওহে শ্ৰীনিবাস । জয় জয় শব্দ ব্যাপি এ ভূমি আকাশ । শ্ৰীগৌরসুন্দর মহা উল্লসিত মনে । অtগে সঙ্কীৰ্ত্তনারম্ভ কৈল এই খানে ॥ ভুবনমোহন বেশে নাচে গৌরচন্দ্র । বামে গদাধর সে দক্ষিণে নিত্যানন্দ ॥ অদ্বৈত শ্ৰীবাস হরিদাস বক্রেশ্বর । নরহরি দাস গদাধর দামোদর ॥ মুরারি মুকুন্দ বাস্ত গোবিন্দাদি যত সবে নাচে গায় শোভা কে কহিবে কত ॥ এথ। মহাবিহবল হইয়া সঙ্কীর্তনে । করিল সম্প্রদা বদ্ধ গৌরাঙ্গ আপনে ॥ প্রভুর আদেশে হর্ষ শ্ৰীঅদ্বৈত রায় । এথ হৈতে চলে আগে এক সম্প্রদায় ॥র্তার নৃত্য গীতে কেউ স্থির নাহি বান্ধে। কিবা স্ত্রী বালক সবে ফুকরিয়া কান্দে ॥ এথা হৈতে পৃথক পৃথক্ সম্প্রদায় । ঐবাসাদি চলে মহারঙ্গে নাচে গায় ৷ এক সম্প্রদায় প্রভু শচীর নন্দন । এই পথে - - - سیم--مہم جبهے بیہ-- من مصمم وسمسم. يد حماس حسب مہمی بنی- س - س --- + কাজি-এক যবনের নাম গোধূলি-হুগের অন্ত সময়।