পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। ᏓröᎼ চলে শোভা ভুবনমোহন । এই খানে আই পুত্রবধূর সহিতে । প্রেমায়ু বিহ্বল হৈলা যে শোভা দেখিতে ॥ প্রকাশে অদ্ভুত লীলা প্ৰভু গৌররায়। সবে সঙ্কীৰ্ত্তনানন্দ সমুদ্রে ডুবায় ॥ এক মুখে কি বলিব সে অস্তুত কথা । নগরকীৰ্ত্তন করি প্রভু আইল এথ। । এই খানে বৈসয়ে বেষ্টিত সৰ্ব্বজনে। হৈল নিশি ভোর কৃষ্ণ চরিত্র কথনে ॥ এক দিন গৌরচন্দ্র নদীয় মগরে । চলয়ে ভ্রমণে বৈষ্ণবের ঘরে ঘরে ॥ প্রথমেই এই পথে করিলা গমন । চতুদিকে বেষ্টি ত পরম প্রিয়গণ ॥ সৰ্ব্বত্র ভ্রমণ প্রভু করি মহারঙ্গে । গৃহে আসি এখাই বৈসয়ে গণ সঙ্গে । ওহে শ্ৰীনিবাস এক দিন এই খানে । ভুবনমোহন-বেশে নাচে সঙ্কীৰ্ত্তণে ॥ প্রভুর চরিত্র কেব। বুঝিবারে পারে। সঙ্কীৰ্ত্তনে অনুগ্রহ করে যারে তীরে ॥ পুত্র সহ বঙ্গদেশী বিপ্র শুদ্ধাচার। ভিক্ষুক ব্রাহ্মণ বনমালী নাম তার ; তেহেঁ গৌরচন্দ্রে দেখে শ্যামলসুন্দর । শিরে শিখি-পুচ্ছ পরিধেয় পীতাম্বর ॥ অধরে স্পর্শয়ে বংশী দেখিয়ু বিহবল ৷ এই কৃষ্ণ কৃষ্ণ বলি করে কোলাহল ॥ কি বলিল বনমালী-বিপ্ৰ ভাগ্যবামে । দিলেন অমূল্য প্রেম রত্ব এই খানে ॥ এখ৷ প্ৰভু ভক্তে নাম-মহিম{ কহিল । পড অধম অর্থবাদে দুঃখ দিল ॥ গণসহ সচেল * করিলা গঙ্গামান । তুলিয়াও কভু ন দেখিল মুখ তন ॥ এক দিন সঙ্কীৰ্ত্তণ নদে গৌররায় । এক অত্ৰিবীজ রঙ্গে রোপিল এথায় ৷ সেই ক্ষণে জন্মি বৃক্ষ ফলিতে লাগিল । পাড়ি পঙ্ক

  • চেণ—বস্ত্রসখি ৩ ।