পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գեր ভক্তিরত্নাকর। দ্বিতীয় তরঙ্গ । হৈয়া উল্লাসিত বিপ্র কহে ব্ৰহ্মাদি'মা পায় অন্ত যার । র্তার লীলা কহিব কি মুঞি জীব ছার ॥ শুন শুন.ঞ্জীনিবাস কহিয়ে তোমায় । বৃন্দাবনচন্দ্র কৃষ্ণ বিশ্বস্তুররায় ॥ নবদ্বীপে বাল্যাবেশে বিহরে যখন । সে সময়ে আমরা করিয়ে অধ্যয়ন ॥ ভক্তিমশ্ম না বুঝিয়া তর্কাদি পড়িয়ে । বহিমুখগণ-সঙ্গে সদাই রহিয়ে ॥ দিনে দিনে প্ৰভুলীলা শুনি চমৎকার । সদা মনে করিয়ে যাইব দেখিবার ॥ দুষ্টসঙ্গমতে তথা যাইতে না পারি। তা’ সবার অহঙ্কার সহিতেও নারি ॥ বিদ্যামদে সে সবে কাহুকে নাহি গণে । প্রভুর প্রসঙ্গে হাস্য করে সর্বজনে ॥ মহাদুঃখ পাই মনে নহে সম্বরণ । বিধি প্রতি প্রার্থনা করিয়ে অনুক্ষণ ॥ ত্বরিতে হউক এ সবার দর্পচূর্ণ। শুন সে প্রসঙ্গ বিধি যৈছে কৈল পূর্ণ। অকস্মাৎ দিগ্বিজয়ী নবদ্বীপে তাইলা । তাহার প্রভাবে সবে কম্পিত হইলা ॥ সরস্বতীদেবী তার ভক্তিতে অধীন । এ হেতু সে মহাকবি শাস্ত্রেতে প্রবীণ ॥ তীরে পরাজয় করে হেন কেহ নাই । চিন্তিত সকল অধ্যাপক ঐক ঠাই ॥ চাখন্দিনিবাসী আদি যত বিদ্যাবনি । শুনি সে প্রসঙ্গ স্থির নহে কারু প্রাণ ॥ সে সময়ে সরস্বতী-পতি নারায়ণ । নিমাই-পণ্ডিত নাম পাঠ ব্যাকরণ ॥ ব্যাকরণে অধ্যাপক বহু শিষ্য-সঙ্গে। শ্রীজাহ্নবী-তীরে বিলসয়ে মহারঙ্গে ॥ দিগ্বিজয়ী অপুৰ্ব্ব বালক নিরখিয়া । চলিলেন বিদ্যামদে হাসিয়া হাসিয়া ॥ নিকটে যাইতে প্রভু করি পুরস্কার ।