পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

θ και 8 ভক্তিরত্নাকর। [ দ্বাদ তরঙ্গ । সব কথা কহিতে নারিব ॥ ঐছে কত কহি প্রভূভবন হইতে। চলয়ে ঈশান শ্ৰীনিবালাদি সহিতে । শ্ৰীনিবাস প্রতি কছে মধুর বচনে। এখা বাল্যকালে প্ৰভু খেলে শিশুসনে ॥ ওহে শ্ৰীনিবাস এই কদম্বের আঁলে। খেলে দিগম্বর প্রভু বালকের মেলে ॥ প্রভুর অপূর্ব শোভা,দেখি শিষ্টগণ। প্রভু উৰ্দ্ধমুখে করে বৃক্ষ-নিরীক্ষণ ॥ কদম্বের ফুল মাগে যার তার ঠাই । সভে কহে এবে ফুল ন হয় নিমাই শুনি অৰ্দ্ধ কান্দনে অদ্ভুত শোভা মেন। দুই নেত্রে অশ্রুবিন্দু-যুক্ত মুক্ত যেন । সভা প্রতি কহে প্রভু শ্ৰীচন্দ্ৰবদনে। পাইবে অবশ্য পুষ্প দেখহ এখনে ॥ কোন ভাগ্যবন্ত বৃক্ষপানে নিরথিতে । দে’থে এক পুষ্প, তেঁহ পাড়িল তুরিতে ॥ নিমাইর হাতে পুষ্প দিয়৷ কোলে কৈল । সকলের মনে মহাবিস্ময় জন্মিল ॥(এই বটবৃক্ষ তলে পুত্রে কোণে লৈয়। ষষ্ঠীপুজে আই নানা উপহার দিয়া এথা ছিল এক নিম্ববৃক্ষ পুরাতন । ফলহীন পুষ্পের সৌগন্ধ বিলক্ষণ ॥ অত্যন্ত নিবিড় ছায়া শোভা অতিশয় । বৃক্ষোপরি কভু কোন পক্ষী না বৈসয় ॥ ঘত দিন গৃহে রহিলেন বিশ্বম্ভর । বৃক্ষতলে কৈল ক্রীড়। অতি মনোহর দাসপণ্ডিতেরে প্রভু আজ্ঞা কৈলা । তেঁহ সেই বৃক্ষে দুই মূৰ্ত্তি প্রকাশিলা ॥ ৪ইলেন যৈছে দুই প্রভুর প্রকাশ । সে অতিঅস্তুত কথা অদ্ভুত বিলাস । গৌরীদাসপণ্ডিত পরম প্রেমময় । নিত্যানন্দ চৈতন্যের প্রিয় তাতিশয় ॥ কি বলিব নিমাই