[ इंनिभं उद्भन्न । ভক্তিরত্নাকর। b-(?& চাঁদের ক্রীড়া কথা। আপনার ইচ্ছায় ফিরয়ে যথা তথা ॥ যত উপদ্রব করে বন্ধুবৰ্গ ঘরে । সে সব কহিতে সে অনন্ত শক্তি ধরে । এই বিপ্ৰগৃহে এক দিন বিশ্বম্ভর । দুগ্ধ চুরি করি পিয়ে নির্ভয় অন্তর ॥ শিকায় দধির ভাণ্ড দেখি বttঢ় সুখ । ভাণ্ডছিদ্র করি তার তলে পাতে মুখ ॥ করি দধি ভক্ষণ চলয়ে ধীরে ধীরে । ধি প্ৰ আসি ধরিল নিমাইর বাম করে ॥ বিপ্ৰপদে ধরি প্রভু কহে বার বার। আর না করিব ইহা দোহাই তোমার ॥ শুনি বিপ্ৰ দধিবিন্দুযুক্ত মুখ দেখি ৷ হইল বিহ্বল পালটিতে নারে আখি ॥ নিমাইচান্দেরে বি প্রকহে বার বার। প্রতি দিন দধি দুগ্ধ খাইবে আমার ॥ ঐছে নানা উপদ্রব করে ঘরে ঘরে । বাহে সে সভার ক্রোধ, উল্লাস অন্তরে ॥ এই পথে ভাগ্যবন্ত চোর দুই জন। বিশ্বম্ভরে ঘরে রাখি কৈল পলায়ন ৷ এই খানে ধূলা লৈয় খেলে গৌরহরি। তাহে যে অদ্ভুত শোভা কহিতে না পারি। ওহে শ্ৰীনিবাস দেখ স্থান এ নির্জন এথা ছিল গুপ্তে সেই তৈর্থিক ব্রাহ্মণ ॥ জগদীশ হিরণ্য বিপ্রের এ আলয়। র্যাহার নৈবেদ্য একাদশীতে ভুঞ্জয়৷ এথা বলি বিপ্রগণ সুমধুর ভাষে। নিমাইর চাঞ্চল্য কথা কহয়ে উল্লাসে ॥ এই দেখ জাহ্নবীর পুলিন সুন্দর। শিশুসঙ্গে খেলে এথা শচীর কুমার ॥ যে সকল খেলা কেহ না দেখে না শুনে। গে সকল খেল খেলে মহাহৰ্ষ মনে ॥ এই পথে মুরারিগুপ্তের আগমন । জ্ঞানব্যাখ্যা কালে করে হস্তের চালন ॥ প্রভু লেই
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।