পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○○ ভক্তিরত্নাকর। [ चांग* ऊद्भन्न ! রূপে তারে বিদ্রুপ করয়। তার গৃহে গেল। তার ভোজনসময় ॥ মুতিলেন তার খালে কহি তত্ত্বজ্ঞান । এই দেখ মুরারি গুপ্তের বাসস্থান ॥ গঙ্গাতীরে দেখ এ অপূৰ্ব্ব দেবতায় । সৰ্ব্বমনোরথ সিদ্ধি ইছার কৃপায় (গঙ্গাস্নান করি দেবে পূজে কন্যাগণ । অকস্মাৎ আইলেন শচীর নন্দন ॥ কন্যাগণ মধ্যে বলি করে নানা রঙ্গ । সে সব দেখিতে বাঢ়ে মুখের তরঙ্গ ॥ বল্লভ-দুহিতা এথা আইলা আর দিনে। কি বলিব যে কৌতুক হইল তার সনে ॥\এই পথে শিশুগণ সঙ্গে বিশ্বম্ভর। প্রতিদিন লেখিয়া যায়েন নিজ ঘর ॥ এথাই কলহ করে অন্য শিশুসনে। সে সভারে জিনয়ে নিমাইয় সঙ্গিগণে ॥ চঞ্চলের শিরোমণি নিমাই সুন্দর । চঞ্চল বালকগণ সঙ্গে নিরন্তর ॥ জাহ্নবীর এই ঘাটে শচীর কুমার। করে উপদ্রব যত লেখা নাই তার ॥ ব্রাহ্মণ সজ্জন বাছে ক্রোধযুক্ত হইয়া। স্নানকালে যে চাঞ্চল্য মিশ্রে কহে গিয় ॥ বালিকা সকল নিমাইর চঞ্চলত । কহে শচীমায়ে গিয়া সে অস্তুত কথা ॥এই বৃক্ষতলে বিশ্বরূপ মহাশয় । “নিমাই মনুষ্য নহে” মনে বিচারয় ॥ এথা শ্ৰীঅদ্বৈত জাদি প্রভুপ্রিয়গণ। জীবের কুমতি দেখি করয়ে ক্ৰন্দন ॥ বিশ্বরূপ বাখনিয়ে কৃষ্ণভক্তি সার। শুনিয়া অদ্বৈত দেব করয়ে হুঙ্কার ॥ বিশ্বরূপে কোলে লইয়া অদ্বৈত নাচয় । এখা সৰ্ব্বভক্তের জানন্দ অতিশয় ॥ এথা বসি কৃষ্ণের চরিত্র সন্ডে কয় । শুনি নিজ কথা জাইলা শচীর তনয় ॥ দিগম্বর ধূলায়