পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। ህኅዓ ধূসর সভে দেখি ৷ হইল মুগ্ধ কেহ ফিরাইতে নারে জাখি ॥ এথা দাড়াইয়া বিশ্বম্ভর হর্ষ চিতে । বিশ্বরূপে কহে চল ভোজম করিতে ॥ এই পথে ধরি বিশ্বরূপের বসন । ঘরে চলে সে অদ্ভূত ভঙ্গিতে গমন ॥ বিশ্বম্ভর সঙ্গে বিশ্বরূপ চলি যায়। বার বার নিমাইচান্দের মুখ চায় ॥ বিশ্বরূপ কথা কি বলিব শ্ৰীনিবাস । কিছু দিনে বিশ্বরূপ করিলা সন্ন্যাস ॥ বিশ্বরূপ লাগি ভক্তগণ এই খানে । কহি কত ব্যাকুল চলিতে চাহে বনে ॥ পাষণ্ডের বাক্য-বজ্রাঘাতে ভক্তগণ । এই খানে বসি মহাদুঃখে নিমগন ॥ এথা শ্ৰী অদ্বৈতদেব গুণের অtলয় । মহাদপ করি ভক্তগণে প্রবোধয় ॥ এই গৃহে ভক্তগণ করে হরিধ্বনি । ধাইয়া । আইলে বিশ্বম্ভর তাহা শুনি ॥ সবে গুহ কেনে বাপ আইলা এথায় । শুনি কহে কিবা কার্য্যে ডাকিলা আমায় ॥ এত কহি শিশুসঙ্গে যায় খেলাইতে । চিনিতে নরিয়ে কেহ তঁর ইচ্ছামতে । ওহে শ্ৰীনিবাস কি বলিব এই খানে। নিমাই পঢ়েন তা প্রশংসে সৰ্ব্বজনে ; বিশ্বরূপ-সন্ন্যাস-আশঙ্কা করি চিতে । বিশ্বস্তুরে পিতা নিষেধিলেন পঢ়িতে ॥ পঢ়িতে না পাইয়া নিমাইর দুঃখ মনে । পুন আরম্ভিলেণ ঔদ্ধত্য শিশু-মনে ॥ এ সকল গৃহে নানা উপদ্রব করে। ক্রোধ করে, কেহ কিছু কহিতে না পারে। জগন্নাথমিশ্র শিষ্টগণের কথায়। পঢ়িতে কহেন পুত্রে উল্লাস হিয়ায় ॥ পঢ়য়ে নিমাই প্রিয়-শিশুগণসনে। করে নানা বিদ্যাচর্চা বসি এই খানে ॥ জগন্নাথমিশ্র | > *w