পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्वङिग्नङ्गीकब्र । [ দ্বাদশ তরঙ্গ । هو سيا কেবা না মোহিত দেখি শচীর নন্দনে। এই পথে চলে প্ৰভু নগরভ্রমণে ॥ এই তন্তবায়গৃহে প্রভু বিশ্বম্ভর । বস্ত্ৰ লৈয় পরিলেন শোভা মনোহর। এই গোপগণ গৃহে পরমকৌতুকে । দধি দুগ্ধ নবনীত ভুঞ্জে মহাস্থখে ৷ এই গন্ধবণিকের ঘরে গৌরহরি । পরিলেন দিব্য গন্ধ অনুগ্রহ করি। এই মালাকার ঘরে পঢ়য়ার সঙ্গে। পরে দিব্য মালা ঝলমল করে আগে । এই তালির ঘরে আমি গৌররায়। তাম্বল ভক্ষণ করে উল্লাস হিয়ায় । ওহে শ্ৰীনিবাস গৌরচন্দ্র গণসঙ্গে। নবদ্বীপে ভ্রমণ করয়ে মহারঙ্গে ॥ পূৰ্ব্বে মধুপুরে প্রভু করিয়া ভ্রমণ । করিলেন তৃপ্ত ঐছে সকলের মন ॥ শঙ্খবণিকের এই ভবনে । আসিয়া । লইলেন শস্থ অতিকৌতুক করিয়া ॥ নবদ্বীপ-মধ্যে এই সৰ্ব্বজ্ঞেয় ঘর । ཤུ་q| আইলেন প্রভু শচীর কুমার । সমধুর বাক্যে প্রভু কহে সৰ্ব্বজ্ঞেরে । অন্যজন্মে কে ছিলাম কহ দেখি মোরে ॥ শুনি জপে সৰ্ব্বজ্ঞ গোপালমন্ত্র-বরে । মন্ত্রবলে দেখে বসুদেবের কুমারে ৷ শঙ্খ চক্র গদা পদ্ম চতুভূজ দেখি । চাহি বিশ্বম্ভর পানে পুন মুদে আখি । পুন দেখে নন্দের নন্দন বংশীধর । ত্রিভঙ্গভঙ্গিমা দিব্য শ্যামল সুন্দর ॥ শ্রীরাম বরাহ নৃসিংহাদি অবতার। দেখিয়া সৰ্ব্বজ্ঞ চিতে চিন্তে অনিবার ॥ প্রভু কহে কহ শুনি, সৰ্ব্বজ্ঞ কহয় । কহিব পশ্চাৎ এবে করহ বিজয় ॥শুনি মন্দ মন্দ হাসি শ্ৰীগৌরসুন্দর। আইল এথায় এই শ্ৰীধরের ঘর ॥ শ্ৰীধরের সঙ্গে প্রভু যত রঙ্গ করে ।