পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় তরঙ্গ । ] ভক্তিরত্নীকর । Գծ কহিলেন গঙ্গার মহিম বর্শিবার ॥ বহু শ্লোক কৈল তিঁহ ক্ষণেকে বর্ণন । অতি সে আশ্চৰ্য্য সর্বমতে নিদূষণ ॥ তার মধ্যে প্রভু এক শ্লোকার্থ পুছিল । করিতে শ্লোকার্থ তিন স্থানে দোষ দিল ॥ করিতে নারিয়া নিজ-শ্লোকীর্থ সঙ্গতি । প্রভূ-অাগে দিগ্বিজয়ী লজ্জা পাইল অতি ॥ তথাপিহু প্রভু তার করিল সম্মান । প্রভুগুণে মগ্ন দিগ্বিজয়ী ভাগ্যবাম্ ॥ সরস্বতী তারে প্রভু-পরিচয় দিল । দিগ্বিজয়ী প্রভুপদে আত্মসমপিল ॥ নিমাইর স্থানে দিগ্বিজয়ী পরাভব । শুনি মহাহৰ্ষ হৈলা ভট্টাচাৰ্য্য সব ॥ নিমাই-পণ্ডিত কৈলা দিথিজয়িজয় । এই কথা-সকল সৰ্ব্বত্র লোকে কয় ॥ মোর অধ্যাপক আদি যত বিদ্যাবান। ছাড়িল মনুষ্যবুদ্ধি হইল দিব্য জ্ঞান ॥ কি কহিব বাপ অলৌকিক লীলা র্তার। দেখে মহাভাগ্যবন্ত লোক নদীয়ার ॥ কত দিন বিদ্যাবিলাসাদি করি রঙ্গে । গয়া করিবারে গেলা বহু লোক সঙ্গে ॥ লোকশিক্ষাহেতু এ প্রভুর ব্যবহার । গয়া হৈতে আসি কৈলা সে প্রেম প্রচার ॥ অলৌকিক প্রেমচেষ্টা দেখি শিষ্যগণে । পরস্পর প্রশংসয়ে মহানন্দ মনে ॥ পূর্বে প্রভু-ইচ্ছামতে কেহ না চিনিল। শ্ৰীবাসাদি ভক্ত সবে আশীৰ্ব্বাদ কৈল ॥ ভক্ত-অনুগ্রহ জানাইয়া সৰ্ব্বোপরি । লুকাইতে নারে ভক্তপ্রিয় গৌরহরি ॥ হইলেন ব্যক্ত প্ৰভু ভুবনমোহন। চিনিলেন পরমকৌতুকে ভক্তগণ ॥ ঐবাস