পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ दांनभं उब्रत्र । ভক্তিরত্নাকর। ৮৬৩ তার শিষ্য শ্যামভট্ট মহা অনুভব। তার শিষ্য স্ত্রীগোপালভট্ট স্নচরিত। র্তায় শিষ্য বলভদ্রভট্ট শুদ্ধরীত। তার শিষ্য গোপীনাথভট্ট সৰ্ব্বপূজ্য। তার শিষ্য ঐকেশবভট্ট চেষ্টাশ্চৰ্য্য । তার শিষ্য শ্ৰীগোকুলছট মহাধীর । র্তার অতিপ্রিয় শিষ্য কেশবকাশ্মীর ॥ সরস্বতীদেবীর করিয়া মন্ত্র জাপ | হৈল সৰ্ব্ববিদ্যাস্ফর্তি বাড়িল প্রভাপ ॥ সর্বদিশা জয় করি “দিগ্বিজয়ী” খ্যাতি । কাশ্মীরদেশস্থ অতি শিষ্ট বিপ্রজাতি ॥ অতি শুভ ক্ষণে নবদ্বীপেতে আইলা । সৰ্ব্বত্যাগ করি প্রভু আজ্ঞায় চলিলা ॥ কেশব কাশ্মীর দিগ্বিজয়ী লজ্জা ইথে। বর্ণি লীলাভোগ “লঘুকেশব” নামেতে ॥ দিগ্বিজয়ী কেশব কাশ্মীর ভাগ্যবন্ত। ডুবিলেন যে সুখে কহিতে নাই অন্ত ॥ নিমাইর স্থানে দিগ্বিজয়ী পরাজয় । সর্বত্র বিদিত লোকে এ যশ ঘোষয় ॥ যেখানে সেখানে মাত্র এই কথা শুনি। নিমাইপণ্ডিত অধ্যাপক শিরোমণি ॥ এই মত নানা রঙ্গ করে গঙ্গাতীরে। স্বেচ্ছময় প্রভু এই পথে যান ঘরে ॥ এক দিন এই পথে করিতে গমন। দেখয়ে সন্ন্যাসী আইসেন বিশ জন ॥ পরম আদরে সে সকল সন্ন্যাসিরে । বিবিধ সামগ্ৰী ভুঞ্জায়েন লৈয়া ঘরে ॥ ঐছে সদা সন্ন্যাসিরে করান ভোজন। সবে মহাবিস্মিত না দেখে উপার্জন ॥ বঙ্গদেশে যাইতে প্রভুর ইচ্ছা হৈল । যাত্রা করি এই বিপ্ৰগৃহে স্থিতি কৈল ॥ শিষ্যগণসঙ্গে প্রভু বঙ্গদেশে গিয়া। স্ত্রীতপনমিঞ্জে দিল কাশী পাঠাইয়া। বঙ্গ ধন্য করি