পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। -૭૧ এথা ভক্তগণ গৌরচন্দ্র-মুখ হেরি । করে আশীৰ্ব্বাদ কত উপদেশকরি ॥ ভক্ত-পদধূলি বিশ্বম্ভর লৈয়া শিরে । কছেন যতেক তাহা কে কহিতে পারে ৷ এক দিন এই পথে প্রভু বিশ্বম্ভর । অদ্বৈত-বাসীয় গেল। সঙ্গে গদাধর ॥ দেখিয়া অদ্বৈত এথা প্রেমায় বিহ্বল । সঘনে সোণার অঙ্গ করে টল মল ৷ অদ্বৈত আচাৰ্য্য মহা উল্লাস অন্তরে । কহি কত প্রভুর পূজার সজ্জ করে । গন্ধপুষ্প দিয়া পূজে প্রভুর চরণ। বার বার প্রণমিয়া করয়ে স্তবন ॥ অদ্বৈতের ক্রিয় দেখি গদাধর হাসে । দন্তে জিহবা দংশিয়া কহয়ে মৃদু ভাষে ॥ অনুগ্রহ করিবে মঙ্গল যাতে হয় । বালকে করহ ঐছে এ উচিত নয় ॥ হালিয়া অদ্বৈত কহে ন জন এখনে । এ বালক যে হেন জানিবে কিছু দিনে ॥ শুনি গদাধর চিত্তে হইল বিস্ময় । মনে মনে গুণে এ ঈশ্বর স্বনিশ্চয় ॥ কত ক্ষণে বাহ প্রকাশিয়। গৌররায় । অদ্বৈতেরে কহি কত আপনা লুকায় । অদ্বৈতের প্রেমাধান প্রভু গৌরহরি হৈল যে কৌতুক কথা কহিতে না পারি । কত অভিলাষ করি উল্লাস অন্তরে এথা হৈতে অদ্বৈত গেলেন শাস্তিপুরে ॥ এথা সঙ্কীৰ্ত্তনাবেশে প্রভুর যে স্থখ। সে আবেশ বর্ণিতে না জানে চতুর্মুখ ॥ বৈষ্ণব সকল প্রেমে স্থির হৈতে নারে । ঘুচিল মনুষ্য জ্ঞান প্রভু বিশ্বম্ভরে ॥ এথ। প্রেমাবেশে প্রভু বৈষ্ণুবে কহিল। কানাইর নাট্যশালা গ্রামে যে দেখিল এথা সঙ্কীর্তনে করে হুঙ্কার গর্জন । বন্ধিয় ৫ মরয়ে শুনি • বরিয়া অর্থাৎ বিবধ প্রকারে লম্ফ পূর্বক বাচালতা করিয়া ।