পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নাকর । [ चांग* उज्ञत्र । ابولاولاسي! পাবশুির গণ ॥ পাষণ্ডের বাক্যে বৈষ্ণবের দুঃখ হয়। প্ৰভু অবতীর্ণ তাহ কেহো না জানয় ॥ দুঃখ বিনাশিতে জানাইতে আপনায়। পরমন্বন্দর-বেশে ভ্রমে নদীয়ায় । ঘরে হৈতে এই পথে আইসে সাজিয়া । দেখিয়া পাষণ্ডিগণ মরয়ে বঙ্কিয়া ॥ দেখি গৌরচন্দ্র শোভা ভুবনমোহন। স্বকৃতিগণের মহা উল্লসিত মন ॥ কি নারী পুরুষ সভে অধৈৰ্য্য অন্তর। দেখি গৌর চন্দ্রে কত কহে পরস্পর ॥ গীতে যথা—কামোদঃ ॥ গৌর বিধুবর, বরজ মোহন, ভ্রমণ করু নদীয়ায় । বৃদ্ধ পুরুষ, অসংখ্য পথ গত, নিরিখে হরষ হিয়ায় । কেউ কহে কিয়ে, অনঙ্গ মৃগঠন, কোনে সিরজল কেল। ঐছে অপরূপ, রূপক বহুল, নয়ন গোচর ভেল ॥ কেউ কহ কিয়ে, নেহ ঘটই কি, কহব কহই না যায়। হৃদয়সম্পটে, ধরব অমুক্ষণ, কহ কি করব উপায় ? । কেউ কত কত ভাতি ভাল অনি,বীর আশীষ দেত । দাস নরহরি পহুক মাধুরী, নিরত দিঠি ভরি লেত ॥ - কামোদঃ ॥ আজু কি আনন্দ নদীয়ায়। পথে যত বৃদ্ধ নারী, দাড়াইয়া সারি সারি, শচীর দুলাল পানে চায় ॥ ধ্রু ॥ কেহো কারু প্রতি কয়, এ কভু মানুষ নয়, বুঝিলাম চিতে বিচারিয়া । এমন বালক মেন, না দেখি না শুনি ছেন, ভারত ভূমেতে জনমিয়া ॥ কেহো পুন পুন ভণে, কি