পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[দ্বাদশ তরঙ্গ ভক্তিরত্নীকর byNషా বলির এত দিনে, হইল সকল দুঃখ নাশ । কেহো কহে মনে যাহা, কহিতে নারিয়ে তাহ, ধন্য এই নদীয়ার বাস ॥ (কেহ কহে শচী ধন্য, করিল কতেক পুণ্য, কহিতে না জাৰি স্নেহ তার । এ চাদবদনে যাকে, সদা মা বলিয়া ডাকে, ছেন ভাগ্য আছে আর কার। কেহ কহে এই মতে, বেড়াউক নদীয়াতে, সকল স্বকৃতি-সঙ্গে লৈয়া । কেহ কহে মনে হেন, সোনার নিমাই যেন, কখন না ছাড়য়ে নদীয়া ॥ কেহ কহে নদীয়াতে, সদা রহু কুশলেতে, বিধিরে প্রার্থনা এই করি । নরহরি প্রাণ গোর, কেবল আঁখের তার, ইছার বালাই লৈয়া মরি ॥ ভূপালী ॥ o গৌরাঙ্গ গমন, শুনি অন্ধগণ, বাহিরে বাঢ়ায় পী । চাহে ঘন ঘন, পাইয়া নয়ন, উলসে ভরয়ে গা । কেহ কারু করে, ধরি কহে ধীরে, আজু সে সফল হৈল । দিতে মহানন্দ, বিধি কৈলে অন্ধ, আনে না দেখিতে দিল ॥ এ রূপ অমিয়া, পিয়া এনা হিয়া, কি করে না যায় জানা । হেনরূপ যেহ, না দেখিল সেহ, নয়ন থাকিতে কাণ ॥ সদা দেখিবারে, ধায় বারে বারে, আঁখি না ধৈর্য বঁধে । নরহরি সখি, সে পিলু এ আঁখি, সোনার নিমাই চান্দে ॥ তোড়ী ॥ নদীয়া ভ্রময়ে, গোরা গুণমণি, শুনি পঙ্গু পথে গিয়া । অনিমিষ জাখি, সে মুখ নিরথি, আনন্দে উথলে হিয়া ॥ কেহ কহে শুন, বিধি সকরুণ, এবে সে বুঝিলু মনে। যে লাগিয়া