পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b"p ভক্তিরত্নীকর } [ ३िउँौग्न उज्ञन्न । পণ্ডিত শ্ৰীপণ্ডিত-গদাধর । শ্ৰীমুরারিগুপ্ত হরিদাস বিজ্ঞবর ॥ শুক্লাম্বর-ব্রহ্মচারী মাদি পরিকর । প্রভু-গুণে মগ্ন হইলেন নিরস্তর ॥ মিলিলেন মহরিঙ্গে অদ্বৈত-গোসাঞি। কি কহিব তাহার গুণের অন্ত নাঞি প্রভু-বলদেব নিত্যনন্দ অবধূত। গৌরচন্দ্র-সঙ্গে তার মিলন অদ্ভুত ॥ নিত্যনন্দাদ্বৈত ঐবাসাদি লৈয়া সঙ্গে । বিহরয়ে প্রভু নবদ্বীপে যহারঙ্গে ॥ অহে বাপু শ্ৰীনিবাস কহি তোর ঠাই । এই অবতারে করুণার সীমা নাই ॥ না ধরয়ে অস্ত্র না মরয়ে কারু প্রাণে । উদ্ধার করয়ে সে স্থলভ প্রেমদানে ॥* প্রভুর উৎসাহ পাপ-পাষণ্ডি তারিতে । এ হেতু দুর্জয় দুষ্ট-প্রভাব কলিতে ॥ জগাই মাধাই নামে দুই দন্ত্র্যরাজ। যার ভয়ে কাপে সব নদীয়াসমাজ ॥ মদ্য মাংস বিনা তার ভক্ষণ না হয় । তারে দেখি কেহ স্থির হইতে নারয় ॥ করয়ে কুক্রিয়া যত তার অস্ত নাই । আমরাহ তার ভয়ে ভাবিত সদাই ॥ দেখিয়া দৌরাত্ম্য বিজ্ঞগণে বিচারয়। ঈশ্বর-বিহীনে ইহার শাস্ত। কেহ নয় ॥ রাবণ কংসাদি সে ইহার সম নহে । এই মত কত কথা পরস্পর কহে । সে দুই পাপিরে প্রভু উদ্ধার করিলা । নিত্যানন্দ দয়ালু জগতে জানাইলা ॥ একদিন গৌরচন্দ্র কহে হর্ষ হৈয়া । উদ্ধারহ জীবে কৃষ্ণ উপদেশ দিয়া ॥ শুনি প্রভু-নিত্যানন্দ হরিদাস-সঙ্গে। কৃষ্ণনাম উপদেশ করি ফিরে রঙ্গে ॥ পঢ়য়া অধম মিলি নিন্দয়ে সদাই । যাইতে কহিল যথা জগাই মধাই ৷ কৃষ্ণনাম