পাতা:ভক্তিরত্নাকর.djvu/৮৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४१९ ভক্তিরত্নাকর । [ बांनभं ऊङ्गत्री সে অন্ততপূজার তুলনা নাই দিতে। পূজায় প্রসন্ন যত কে পারে কহিতে ॥ সভার মস্তকে চারু চরণ অপয়ে । পরমআনন্দে ভক্তভয় বিনাশয়ে ॥ নারায়ণী নামে এক বালিকা এখায় । কৃষ্ণ বলি কাদে তেহ প্রভুর আজ্ঞায় ॥ সে বালিকা ঐযাসের ভ্রাতৃস্থত হয় । চারি বৎসরের কন্যা সৌভাগ্যাতিশর ॥)প্রভু ভাবাবেশ যত অন্য অগোচর। বাহ পাই লুজ্জাयूङ श्न विश्डनि ॥ कश् िन कश्चि श्। कश् िऔ१ttमनि । এখা হৈতে এ পথে গেলেন নিজঘরে ॥ এক দিন প্রভু ঐবরাহ ভাবাবেশে । গর্জিয়া এ পথে চলে মুরারি আবাসে ॥ এই বিষ্ণুমন্দিরে প্রবেশি বিশ্বম্ভর। বরাহ আকার হৈল৷ পরমন্বন্দর। জলপাত্র গাড় এথা সম্মুখে দেখিয়া। ধরিলেন দন্তে স্বাক্ষুভাবে মগ্ন হৈয়া ॥ মুরারির প্রতি প্রভু কহে বার বার। এত দিন না জানহ মোর অবতার ॥ হইলা মুরারি স্তব্ধ প্রভুর দর্শনে। কি বলিব কিছুই না স্ব রয়ে বয়নে ॥ বোল বোল বোলে প্রভু কিছু নাই ভয় । মুরারি করয়ে স্তুতি নেত্রে ধারা বয় ॥, মুরারির স্তুতি শুনি প্ৰভু গৌরহরি। ভাবাবেশে কহে যত কহিতে না পারি ॥ যত অনুগ্রহ প্ৰভু কৈলা মুরারিরে। মুরারির যে আনন্দ কহিতে কে পারে । এই মত প্ৰভু সৰ্ব্বভক্তের বাসায় । মহা-অনুগ্রহ করি আপন জানায় ॥ আপনার প্রভু ভক্ত চিনি হর্ষ মনে । করে সঙ্কীর্তন পাষণ্ডিরে নাই গণে ॥ এক দিন শ্ৰীবাস মুরারি জালি এথা। পরস্পর কহে গৌরচন্দ্র গুণ গাথা ॥ ধ্রুবালপণ্ডিত খেদে কহে বার ।