! ভক্তিরত্নীকর । [ बेिऊँौग़ ऊङ्गत्र يج هيلا অন্বেষণে ॥ অহে বাপু শ্ৰীনিবাস সে দুই উদ্ধারে ৷ হইনু আমরা সবে নির্ভয় অন্তরে ॥ মবদ্বীপে সদা মহা আনন্দপাথার । সবে সঙ্কীর্তনেই উন্মত্ত অনিবার ॥ পাষণ্ডি-সকল তথা কতেক প্রকারে । ঘবনের ভয় জানাইয়া হাস্য করে ॥ কাজিনীমে যবন প্রতীপ অতিশয় । নবদ্বীপ আদি তার অধিকার হয় ৷ গৌড়েতে যবন রাজা তার প্রিয় অতি । কাজিরে লঙ্ঘিতে নাহি কাহীর শকতি ॥ এ দেশের লোক সব কাপে তার ডরে । দেবপূজা স্বচ্ছন্দে করিতে কেক নারে ॥ তিহ হেন দুর্লভ কীৰ্ত্তন-দ্বেষ কৈল । এ হেতু প্ৰভুল মহাক্রোধ উপজিল ॥ একদিন রাত্রে প্রভু ভক্তগণ-সঙ্গে । বিহরয়ে নবদ্বীপে সঙ্কীর্তনরঙ্গে ॥ যে অপূর্ব শোভ হইল নদীয়ানগরে ৷ লক্ষ-মুখে তাহ কেহ বণিতে লা পারে । প্রভু-ইচ্ছামতে নদীয়ার লোক সব । ঘরে ঘরে করে মহামঙ্গল উৎসব ॥ লক্ষ লক্ষ দীপ জ্বলে কৌতুক অপার । রাত্রিকে দিবস জ্ঞান হইল সবার ॥ আত্মবিস্মরিত লোক ভ্ৰমে চারি ভিতে । দেবতা মনুষ্য কেহ না পারে চিনিতে | লক্ষ লক্ষ লোক মিলি করয়ে কীৰ্ত্তন । খোল করতালশকে ভেদয়ে গগন ॥ নৃত্য-পদাঘাতে ক্ষিতি করে টলমল । হুইল অদ্ভুত জয়ধ্বনি কোলাহল ॥ সিংহপরাক্রম জিনি সবে বলবীন । কাজি মীর কাজি মীর বলি করিলা পয়ান ॥ সে গর্জন শুনিতে পাষণ্ডী মরে ফাটি । ভাঙ্গিল কাজির ঘর দ্বার পুষ্পবাট ॥ কজি-বক্ষঃ বিদারিতে প্ৰভু পূর্ব দিনে । হইল৷
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।