পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दान" उन्नत्र । ] उछिल्लङ्गकङ्ग । w:२१ জিজ্ঞাপিল তারে ॥ পিত্তলের স্কৃতপাত্ৰ কাক লৈয়া গেল । শ্ৰীমালিনী দেবী নিত্যানন্দে নিবেদিল ॥ হাসি নিত্যানন্দ আজ্ঞা কৈল কাক পক্ষে । বাটি আনি দিল কাক মালিনীসম্মুখে ॥ নিত্যানন্দ-প্রভাব দেখিয়া পুণ্যবতী। চাহি নিত্যনন্দ-পানে কৈল বহু স্তুতি ॥ এক দিন এই পখে নিত্যানন্দ দায় । আইকে দেখিতে চলে উল্লাস হিয়ায় ॥এক দিন নিত্যনন্দ হরিদাস-সাথে । খ্রীশচী-আলয় হৈতে আইলে এই পথে ॥ প্রভুর আজ্ঞায় নদীয়ার ঘরে ঘরে । “কৃষ্ণ ভজ” এই ভিক্ষা মাগরে সভারে । শিষ্ট লোক এ বাক্যে আনন্দ পায় চিতে । পাষণ্ড অস্থর হাসি করে নানা মতে । এই পথে চলে যথা জগাই মধাই। তারে উপদেশে “কৃষ্ণ ভজ” দুই ভাই ॥ শুনিয়া মদ্যপ দুই মহাদুরাচার। পড়িয়া ছিলেন, উঠি কহে মার মার ॥ ব্রহ্মাদি দেবতা যারে ধ্যানে নাহি পায়। হেন নিত্যানন্দে দোহে ধরি বারে পায় ॥ জগাই মাধাইর ক্রিয়া কহিব বা কত । চিত্রগুপ্ত লিখিতে না পারে পাপ যত । ব্রাহ্মণ হইয়া সঙ্গদোষে হৈলা নষ্ট । নবদ্বীপ আদি ভয়ে কাপে ঐছে দুষ্ট ॥ মহাক্রোধে কহি কটুবাক্য বজাঘাত। নিত্যানন্দ মাথে এখা কৈল রক্তপাত ॥ অচ্ছেদ্য অভেদ্য নিত্যানন্দের শরীর। ইথে রক্তপাত ইহা বুঝে কুন ধীর ॥ গণসহ প্ৰভু এখা আসি গৃহে হৈতে। চক্রে আকৰ্ষিল মহাদস্যে সংহারিতে। নিত্যানন্দ পরম দয়ালু ব্যক্ত হৈল । সুদৰ্শন চক্ৰ হৈতে তারে রক্ষা কৈল ॥ নিত্যানন্দ কৃপা কৈলা । জগাই মাধাই দুই

  • : . [ ১১৩ l | . . "