পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নাকর। [ দ্বাদশ তরঙ্গ । ساهه কাচিচ্চ মল্লারিক। ॥ সই গো নদীয়া-জাহ্নবী কুলে। কো বিহি কেমনে, গঢ়ল ও তনু, কনয়া সিরিষ ফুলে ॥ কে না পরতীত যায়। বদন কমল, বঁধুলি অধর, দশন কুন্দ কি তায় ॥ কাহারে কহিব কথ। । কিংস্থক কোরক, নালিকা সুভগা, আঁখি উতপল রাত ॥ কহিতে না জানি মুখে । বাহু হেমলতা, উপরে পদুম মল্লিক। ফুটল নখে ॥ নয়ন আনন্দ সিন্ধু। পদতল থল, রাত৷ উতপল, নখে মোতি ফল নিন্দু ৷ পিরিতি সৌরভ ধরে । ত্ৰিভুবন জন, মাতল ত হেরি, পালটি না যায় ঘরে । হরি হরি হরি বোলে । না জানি কি লাগি, কান্দয়ে গৌরাঙ্গ দাস গদাধর কোলে ৷ অত যে লাগয়ে ধন্দ । এ যদুনন্দন, কহে কি না জানো, ওই না গোকুল চন্দ ॥ কশ্চিচ্চ কামোদঃ ॥ দেখ গোরা রঙ্গ সই দেখ গোর রঙ্গ । নদীয়ানগরে যায় কনরা-অনঙ্গ ॥ ধ্রু } হেমমণি দরপন জিনিয়া লtবনি। অরুণ চরণে অালো করিলে অবনি ॥ পুণিম চান্দের ঘট ধরিয়াছে মুখ। ছটায় গগণ আলো দিশ নারী সুখ ॥ ভুরু ধনু আঁখি বাণ বঙ্কিম সন্ধান। বরঞ্জ মদন হেন সকল বন্ধান ॥ জামু বিলম্বিত বাহু পরিসর বুক । দরশনে কে না পায় পরশন সুখ ॥ গতি মত্তগজপতি-জিতি কমনিয়া । মজিল তরুপি ও ন ন চায়