পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वtनर्ण उग्नत्र । ] ভক্তিরত্নাকর । فنچ ه هم ফিরিয়া ॥ যদু কহে ও না সেই গোকুলসুন্দর। জানিয়া না জান তুমি তেঞি লাগে ডর ॥ কাচিচ বল্ললী ॥ সই ! কিবা অপরূপ রূপ । পুলক বলিত, তনু অনুপম, কি নব মদন ভূপ ৷ কি জানি কি ভাবে, ভাবিত অন্তর, অরুণ যুগল আখি । গদাধর-করে, ধরি কি কহয়ে, না জানি কি মধু মাখি ॥ অধর বধূলি, ফুল সুললিত, দামিনী দশন ছটা । হাসির মিশালে, ঢালে সুধারাশি, বদন চান্দের ঘট । নাগরালি কাচে, নাচয়ে নদীয়া,-নাগরী-পরাণচোর। নরহরি কহে, তুমি কি না জান, গোকুলমোহন গোরা ॥ কাচিচ্চ ভূপালিঃ ॥ দেখ দেখ গোরাচান্দে । কাঞ্চন রঞ্জন, বরণ মদন, মোহন নটন ছন্দে ॥ ধ্রু ॥ পুরুব পিরিতি কহে । কিশোর বয়সে, ভাবের আবেশে, পুলক পুরল দেহে ॥ কে জানে মরম বেথা । যমুনা পুলিন, বন বিহরণ, কহয়ে সে সব কথা ॥ নীরজ নয়নে নীর। রাধার কাহিনী, কহয়ে আপুনি, তিলেক না রহে থির ॥ গদাধর করে ধরি । কঁদিন মাখন, কহিতে বচন, বোলে হরি হরি হরি ॥ ভাবে জয় জর তনু। ছুটল মাতল, কুঞ্জর গমনে, বনের দলমু যমু ॥ খেনে হাসে কানো নাচে । অধর কম্পিত, রহয়ে চকিত, খেনে প্রেমধন যাচে। এ যদুনন্দন কহে । তুমি কি না জান, গোকুলমোহন, গৌরাঙ্গ ভুবন মোহে ॥