br3 ভক্তিরত্নীকর । { দ্বিতীয় তরঙ্গ । ভারতীর ঘর । নদীয়া হৈতে আইলা স্ত্রীগৌরসুন্দর ॥ শুনিতে এ বাক্য যেন হাতে চাদ পাইলু । স্ত্রীকেশব ভারতীস্বামির স্থানে গেনু ॥ দেখিলাম উগোরসুন্দরে নেত্র তাঁর । ভুবনমোহন প্রতি-অঙ্গের মাধুরী ৷ কি ছাঁর কনকচাপ। বিদ্যুৎ কেশর । সে রূপে তুলনা মই ভুবন ভিন্ধর । কুণক চtচর কেশে জগৎ সাতায় । কেব। ম! ভূলখে গণ্ড লণ।টছটায় ॥ শ্রবণযুগল ভুরু পরমসুন্দর । আকৰ্ণপথ্যস্ত নেত্র নাসা মনোহর ॥ কোটি কোটি চন্দ্রমা জিনিয়া চন্দ্রমুখ । দেখিতেই ঘুচে কোটি জনমের দুঃখ ॥ তা জানুলম্বিত দুই বাহু বক্ষঃ পীন । সিংহের শালক জিনি কটিদেশ ক্ষীণ ॥ নিতম্ব মধুর উরু চরণভঙ্গিতে । কোটি কোটি কন্দপ নারদ্রে স্থির হৈতে ॥ রাঙাপদ তল দেখি মনে বিচরিল ! কত শত অরুণ শরণ বুধি লৈল ॥ অরে বাপু শ্ৰণিপাস কি বলিব তোরে। ডুবিনু সে গোরারূপ-অমিয়াপপারে ৷ তথ। কেহ কারু প্রতি যত্নে জিজ্ঞাসয় । এথা কেনে হইল গৌরচন্দ্রের বিজয় ॥ তিহ কহেন করিবেন সন্ন্যাস গ্রহণ । ভুবনমোহন কেশ হ’লে তাদর্শন ॥ এ লাক্য শুনিতে মোর উড়িল BBB S BBBBBB SBBB BBB SBBB S BBJJ নাপিতক্রিয়া কৈল যে প্রকারে । তাহ দেখি কেব। ধৈর্য্য ধরিবারে পরে ॥ স্ত্রীমস্তকে হৈল ক্রীকেশের আদর্শন । উঠিল ক্রন্দনধ্বনি ব্যাপিল ভুবন ॥ এই কথা কহিতে কহিতে বিপ্ৰবর। হুইলা মূচ্ছিত লেত্রে ধরে নিরস্তর ॥ পিতার মুখেতে
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।