घांनन छब्रज । ] छक्लिङ्गङ्घकब्ज ( >›ማ জলপাত্ৰ লৈয় ॥ প্ৰভু অনুগ্রহে গুপ্ত ধৈর্য্য নাহি বান্ধে । মুরারি গুপ্তের গোষ্ঠী মহাপ্রেমে কান্ধে । মুরারিরে করি প্রতু দৃঢ় আলিঙ্গন। এই পথে নিজগৃহে করিল। গমন ॥ মুরারিগুপ্তের কথা কহিতে কি জানি । মুরারির প্রাণধন গোরা গুণমণি ॥ এক দিন গৌরচন্দ্র শ্ৰীবাস গৃহেতে। শঙ্খ চক্র গদা পদ্ম ধরে চারি হতে ॥ তথা ঐ মুরারি গুপ্ত হৈলা খগেশ্বর । পসারিলা পাখা সৰ্ব্বজন মনোহর ৷ তীর পৃষ্ঠে প্ৰভু করিলেন আরোহণ । তেঁহ কৈলা অঙ্গণে ভ্রমণ কতক্ষণ ॥ ষ্ট্ৰোহে পুন পুর্লমত হৈলা সেই ক্ষণে । দেখিলেন নেত্র ভরি প্রভু প্রিয়গণে ॥ এক দিন গুপ্ত মনে মনে বিচারয়। প্রভুর অচিন্ত্য লীলা কবে কি করয় ॥ প্রভু আগে শরীর ছাড়িব মনে করি । ভাতি খরশান অস্ত্র অনিল মুরারি ॥ নিশায় করিব দেহত্যাগ কৈল মনে । তাহ! জানি প্রভু আইলা মুরারিভবনে ॥ মুরারির মনোবৃত্তি সব প্রকাশিল। এ ঘরে সীমাই অস্ত্র বাহির করিল ॥ মুরারির প্রেমাধীন প্রভু গৌররায় । মুরারিরে কহে যত কহ। নাহি যায় ॥ ওহে শ্ৰীনিবাস গৌরচন্দ্র দয়াময়। এক দিন এই পথে করিলা বিজয় । এই বিশারদের জ:ঙাল এই খানে । দেখা হৈল দেবানন্দপণ্ডিতের সনে ॥ যেই শ্ৰীবাসের স্থানে অপরাধ কৈল। প্রভু বাক্যদণ্ডে তেঁহ দুঃখিত হইলা ॥ এই দেখ গ্রাম-অন্তে মদ্যপের বাস । এ পথে যাইতে নিষেধিলেন শ্ৰীবাস ॥ প্রভুরে দেখিয়া দূরে মদ্যপ সকল । নাচিয়া করয়ে হরিধ্বনি কোলাহল ॥ প্ৰভু সে সকলে করি শুভ দৃষ্টিপাত ।
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।