পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ] ভক্তিরত্নাকর । సిశికి নাচে গৌররায় । অনন্ত নদীয়া-লোক দেখিবারে ধীয় ॥ এই খানে গৌরচন্দ্র মনের উল্লাসে। সঙ্কীর্তনে নাচে কি অস্তুতভাবাবেশে ॥ গীতে যথা—বেলাবলী ॥ বলি কলি দমন, শমন ভঞ্জন, নিখিল ভুবন জন রঞ্জন কারী । দুলহ প্রেমধন, বিতরণ পণ্ডিত, স্থর তরু নিকর গরব ভর হারী ॥ নাচত শচীস্থত কীৰ্ত্তন মাঝ । কনক ধরাধর নিন্দি রুচির তনু বিলসত জনু নব মনমথ রাজ ॥ ধ্রু ॥ পদতল তালে, ধরণি করু টল মল, ললিত ভঙ্গি ভুজ রহই পদারি । হামাত মৃদু মৃদু, অধর কম্প অতি, অথির গদাধর বদন নেহরি ॥ ডগ সগ নয়ন,-কমল ঘন ঘূরত, নিরুপম পুরুব রঙ্গ পরকাশ । উলসিত পরম, চতুর পরিকরগণ, ইহ রসে বঞ্চিত নরহরি দাস ॥ পুনঃ সুহই ॥ ভাবভরে গর গর চিত । খেনে উঠে খেনে বসে না পায় সম্বিং অতিরসে নাহি বাধে থেহ । সোঙরি সোঙুরি র্কাদে পুরুব স্বমেহ ॥ নীচে পহু গোরা নটরাজ । কি লাগি গোলাকপতি : সঙ্কীর্তন মাঝ ॥ ধ্রু ॥ নিজ পর কিছু নগ্নি জানে। দীন হীণ গুণ উত্তম নাই মানে ॥ প্রিয় গদাধর কর ধরি। মরম কথাটি কহে ফুকরি

  • “গোকুলপতি” পাঠান্তর।

[ ১১৬ ]