দ্বাদশ তরঙ্গ । ] ভক্তিরত্নাকর । ৯২৩ পূরল, গোর-কলেবর, ধরণি ধরিতে নারে ৷ পহু করুণাসাগর গোর। ভাবের ভরেতে, অঙ্গ টলমল, গমনে ভুবন ভোর ॥ খেনে খেনে কত, করুণা করয়ে, গরজে গভীর নাদে । অধম দেখিয়া, আকুল হৃদয়, ধরিয়া ধরিয়া কঁদে ॥ চরণকমল, অতি মুচঞ্চল, অধির তাহার রীত। বদনকমলে, গদ গদ সুরে, গায় রাসকেলি-গীত ৷ আহ আহা করি, ভুজ যুগ তুলি, বোলে হরি হরি বোল। রাধ রাধা বলি, ডাকে উচ্চ করি, দেই , গদাধরে কোল ॥ মুরলী মুরলী, খেনে খেনে বুলি, স্বরূপ-মুখ নেহারে । শিখিপুচ্ছ বুলি, উঠে ফুলি ফুলি, যদু কি বুঝিতে পারে ॥ - & এই পথে গোরাচাদ চলে ধীরে ধীরে । তাঙ্গের ছটায় দশ দিক্ আলো করে ॥ কি বলিব কীর্তনে নাচয়ে নানা ছাদে । সে ভাব আবেশে কেহ থির নাই বান্ধে ॥ - গীতে যথা—অtভারী ॥ কীৰ্ত্তন লম্পট ঘন ঘন নাট। চলইতে আঁখিজলে না হেরই বাট ॥ সুন্দর গোঁর কিশোর। পুরুব পিরিতি রসে ভৈ গেল ভোর ॥ ধ্রু ॥ বলিতে না পারে মুখে অধেক বাণী । চলিতে ধরয়ে দাস গদাধর পাণি ॥ অরুণ চরণ তল না বঁধয়ে থেছ , কেবা জল কিবা থল কিবা বন গেহ ॥ জপে হরি হরি ন;" গ্ৰালাগে আভীরী। হুমাধুরী করযুগে কিবা ভঙ্গি করি রণ লাগি কিবা করে কেবা জানে ওর। পতিত দুর্গত দেখি ধার করে
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।