পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ] ভক্তিরত্নাকর । જેરહ i পুনঃ কামোদঃ ॥ দুহু তুহু পিরিতি আরতি-নাহি টুটে । পরশে পরমসুখ জানি কত উঠে ॥ নাচয়ে গৌরাঙ্গ মোর গদাধর রসে। গদাধর নাচে পুন গৌরাঙ্গ বিলাসে । পুরুষ প্রকৃতি কিবা জানকী শ্রীরাম । রাধ কীত্ব কেলি কিল। রতি দেব কাম ॥ অনন্ত অনঙ্গ জিনি অঙ্গের বললি । উপমা মহিমা সীমা কি ললিতে জানি ॥ মুখে কি তুলনা চাদ নিfত জীয়ে মরে । কর পদ পদ্ম কিসে হিমে সব ঝরে ॥ প্রেম-সঙ্কীৰ্ত্তন-সুখ নদীয়ানগরে । প্রেমের গৃহিণী সে পণ্ডিত গদাধরে । প্রেম-পরশমণি শচীর নন্দন । উদ্ধারিলা জগজলে দিয়া প্রেমধন ৷৷ কহয়ে নয়নানন্দ তানন্দ বিহার । শুনিতে হরয়ে মন ইথে কি বিচার ॥ ওহে শ্ৰীনিবাস কিছু কহিল ন হয় । সুরধুনীতীরে গোর। রঙ্গে বিলসয় ॥ গীতে যথ। কামোদঃ ॥ গোর মোর বড়ই রঙ্গিয় । সুরধুনীতীরে নাচে রঙ্গিয়৷ সঙ্গিয় ॥ গায় সহচরগণ মন মোহনিয়া । তার মাঝে নাচত গোর দ্বিজমণিয়া ॥ গদাধর নরহরি ডাইন বাম । খ্ৰীনিবাস হরিদাস গায় হরিনাম ॥ মুকুন্দ মুরারি বাস্থ রামাই সংহতি। গায় দামোদর জগদীশ মহামতি ॥ চৌদিকে শুনিয়া যে হরি হরি বোল । উথলিল প্রেমসিন্ধু অমিয়া হিল্লোল ॥ দেখিয়া বদনচ দি সব তাপ হরে ৷ যদু কহে কে বা হেন এরূপ প{সরে ॥