পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫె\:R ভক্তিরত্নাকর । [ बtन उद्भत्र । २क [८ग्योंझ३ ॥ কঁচি, কাঞ্চনমণি, গোরারূপ তাহে জিনি, ডগ মগি প্রেমতরঙ্গ । ও নব কুসুম দাস, গলে দোলে অনুপাম, হেলন নরহরি অঙ্গ ॥ গোর, বিহরই পরম আনন্দে । নিত্যানন্দ করি সঙ্গে, গঙ্গা পুলিন রঙ্গে, হরি হরি বোলে প্রিয়বৃন্দে ॥ ধ্রু ॥ ভাবে অবশ তনু, পুলক কদম্ব ঘনু, গরজই যৈছন সিংহে। প্রিয় গদাধর,-ধরি বাম কর, নিজগুণ গায়ই গোবিন্দে ॥ অরুণ নয়ন কোণে, খেনে খেনে হালত, বোলত কিবা অভিলাষে । সঙরি সে সব খেলা, বৃন্দাবন-রসলীলা, কি বলিব বাসুদেব ঘোষে ॥ সুরধুনি-তীরে বিলসিয়া গণসনে । এই পথে গেলা প্ৰভু আপন ভবনে ॥ নগরিয়া লোকে বহু অনুগ্রহ কৈল । সঙ্কীর্তন করিতে সকলে নিদেশিল ॥ নগরিয়া লোক সুখে করয়ে কীৰ্ত্তন। কাদিরে কহিল গিয়া পাষণ্ডির গণ ॥ কাদি সঙ্কীর্তনে দ্বেষ কৈল অতিশয় । শুনি ক্রোধ-যুক্ত হৈল শচীর তনয় ॥ মহাদপে গণসহ শচীর নন্দন। সাজিলেন কাদি দুষ্টে করিতে দমন ॥ সঙ্কীৰ্ত্তনানন্দে এই পথে চলি যায়। অদ্বৈত আচাৰ্য্য নীচে এক সম্প্রদায় ॥ আর এক সম্প্রদায় নাচে হরিদাস । এক সম্প্রদায় নাচে পণ্ডিত শ্ৰীবাস ॥ আর সম্প্রদায় নাচে প্রতু বিশ্বম্ভর । সঙ্গে নিত্যানন্দ ঐ পণ্ডিত গদাধর ॥ বক্রেশ্বর অদি আর সম্প্রদায় নাচে। কেহ দুরে যায় কেহ রহে প্রভুকাছে ৷