পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छांश* उब्रत्र । ] ভক্তিরত্নাকর । ৯২৭ নাচয়ে অসখ্য লোক লেখা নাই তার। নবদ্বীপে হৈল মহাআনন্দ পাথার ॥ নারদাদি ঋষি আর দেবতা সকল । মানুষে মিশাই নাচে হইয়া বিহ্বল ॥ নগরিয়া লোক মহামত্ত সঙ্কীর্তনে । করে ধাওয়া ধাই পথ বিপথ না মানে ॥ লক্ষ কোটি দীপ জ্বলে উজ্জ্বল আকাশ। রাত্রিকালে হৈল যেন সূর্ঘ্যের প্রকাশ ॥ কি অপূর্ব রজণী চন্দ্রম শোভা করে। বিহরে কীৰ্ত্তনে প্রভু নগরে নগরে। (অদ্ভূত ভঙ্গিতে নাচে শচীর নন্দন। ঘরে বসি দেখে স্ত্রী বালক বৃদ্ধগণ ॥ হৈল শোভাঅবধি নদীয় ঘরে ঘরে । মঙ্গলবিধান যত কে কহিতে পারে। চতুর্দিকে জয় জয় ধ্বনি কোলাহল । গণিল প্রমাদ মূঢ় পাষণ্ড সকল ॥ গীতে যথা—কামোদঃ ॥ আজু গোরা নগর কীৰ্ত্তনে। সাজিয়া চলয়ে প্রিয় পরিকর সনে ॥ অঙ্গের সুবেশ ভাল শোহে । নাচে নানা ভঙ্গিতে ভুবন মন মোহে ॥ প্রেম বরিষয়ে অনিবার। বহুয়ে আনন্দনদী নদীয় মাঝার ॥ দেবগণ মিশাই মানুষে। বরিৰে কুস্থম কত মনের হরিষে ॥ নগরিয়া লোক সব ধায় । মনের মানসে গোরীচাঁদ গুণ গায় ৷ মূঢ়গণ শুনি সিংহনাদ । হুইয়া বিরস মনে গণয়ে প্রমাদ ॥ লাখে লাখে দীপ জ্বলে ভালো। উপম৷ কি অবনি গগণ করে অtলো ॥ নরহরি কহিতে কি জানে । মাতিল জগৎ কেউ ধৈর্য না মানে ॥