পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাদশ তরঙ্গ । ] ভক্তিরত্নীকর । సిలి} গীতে যথা—কামোদঃ ॥ " গোরা মোর গোকুলের শশী । কৃষ্ণের জনম তাজি কহে হাসি হাসি ॥ সে আবেশে থির হৈতে নারে । ধরি গোপবেশ নাচে উল্লাস অন্তরে ॥ নিতাই গোপের বেশ ধরি। হাতে লৈয়া লগুড় নাচয়ে ভঙ্গি করি ॥ গৌরীদাস রামাই সুন্দর। নাচে গোপবেশে কাধে ভার মনোহর ॥ শ্ৰীবাস অদ্বৈত গোপবেশে । ছড়ায় হলদি দধি মনের উল্লাসে ॥ কেহ কেহ নানা বাদ্য বায় । মূকুন্দ মাধব সে জনম-লীলা গায় ॥ করে সুমঙ্গল নারীগণ । শ্ৰীবাস-আtলয় যেন নন্দের ভবন ॥ জয় ধ্বনি করি বারে বারে । ধায় লোক ধৈর্য ধরিতে কেউ নারে ॥ কত সাধে দেখে আখি ভরি। শোভায় ভুবন ভুলে ভণে নরহরি ॥ পুনধর্ণনশী ॥ গোকুলের শশী, গোরা গুণরাশি, পুরুব-জনম-দিনে । কত না উলাষে, নাচে গোপবেশে, সে ভাব আবেশ মনে ॥ নিতাই.আনন্দে, নাচে গোপ ছন্দে, রামাই সুন্দর সাথে ॥ অদ্বৈত ধাইয়া, দধিভাণ্ড লৈয়া, ঢালয়ে নিতাই মাথে ॥ ঐবালাদি রঙ্গে, অদ্বৈতের অঙ্গে, হরিদ্র সিঞ্চিয়া হলে । শঙ্কর মুরারি, কাধে ভার করি, নাচয়ে গোপের বেশে ॥ মুকুন্দাদি গায়, নানা বাদ্য বায়, হেরি গোরা-মুখ-ইন্দু। নরহরি ভালে, ভণে তিলে তিলে, উথলে আনন্দসিন্ধু ॥ পুনঃ ময়ূরঃ ॥