পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৩৪ ভক্তিরত্নী কর । [ দ্বাদশ তরঙ্গ । ভার ফিরে অঙ্গণে রঙ্গে (নবনীত দধি, হরিদ্রাদি দেই, হাসি হাসি সভে সভার অঙ্গে ॥ মৃদঙ্গ মন্দির, শঙ্খ করতাল, নান বাদ্য বায় বাদক ভালে । সুমধুর ধ্বনি, ভেদয়ে গগণ, কেন। নাচে ধিগ ধিগ ধেন্ন না তালে ॥ বিবিধ মঙ্গল, করে নারী কুল, পুলকিত চিত উলুলু দিয়া ॥ বৃষভানু পুর, সম শোভ ভণে, ঘনশ্যাম স্থখে উথলে হিয়া ॥ f বিদ্যানিধি-গৃহে প্রভু বিললে যে সুখে । তাহ। বিবরিয়৷ কি কহিব এক মুখে ॥ এক দিন এই পথে প্রভু বিশ্বম্ভর । চলে কি মধুর গোরারূপ মনোহর ॥ গীতে যথা—সুহই ॥ গোরারূপে কি দিব তুলনা । তুলন। না মহিল রে কলিতবান সোনা । মেঘের বিজুলী নহে রূপের সমান । তুলনা নহিল রূপে চম্পকের দাম ॥ তুলন। নহিল রূপে কেতকীর দল। তুলন। নহিল গোরোচনা নিরমল। কুম্কুম জিনিয়া রূপ অতি মনোহরা। কহে বাস্থ কি দিয়া গড়িলা বিধি গোরা ॥ নটবর বেশে এই কদম্বতলtয় । ত্রিভঙ্গ হুইয়া গোরা মুরলী বাজায় । গীতে কামোদঃ ॥ চাচর চিকুর চুড়া চারু ভালে । বেঢ়িয়াছে মালতীর সালে ৷ তাহে দিয়া ময়ূরের পাখা। সপত্র সহিত ফুলশাখা । কলিত কাঞ্চন জিনি অঙ্গ । কটি মাঝে বসন সুরঙ্গ ॥ চন্দন তিলক শোভে ভালে। আজামু লম্বিত বন মালে ॥ নটবরবেশ