পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ] खद्धिज्ञङ्घकन्न । మ8సా পুনঃ কামোদঃ ॥ - নীচে গোর গুণমণি, কেবল প্রেমের খনি, প্রিয়পরিকর চারি পাশ। শোভা অপরূপ মেন, উড়গণ মাঝে যেন, কনক চন্দ্রমা পরকাশ ॥ শিরীষ কুসুম জিনি, স্থকোমল তনু খানি, পুলক বলিত মনোহর। প্রফুল্ল কমল দূরে, বদনে মদন বুরে, হাসি মাখ অরুণ তাধর । কত না ভঙ্গিমা করি, ভুজ তুলি বলে হরি, বরিষে অমিয়া অনিবার। অতিসকরুণ হিয়, পতিতেরে মিরখিয়া, অথি বহে সুরধুনীধার ॥ বাজে খোল করতাল, চরণ চালনি ভাল, দেখি কেবা ন হয় মোহিত । না রহিল দুঃখ শোক, মাতিল সকল লোক, নরহরি এ সুখে বঞ্চিত ॥ পুনঃ মেঘরাগঃ ॥ গেীরা বড় দয়ার ঠাকুর । সঙ্গীৰ্ত্তন মেঘে প্রেম বরিষে প্রচুর ॥ পরিকরমাঝে সাজে ভালো। অপরূপ রূপেতে ভুবন করে অালে ॥ নাচয়ে কত ন ভঙ্গি করি । কেবা বা ধরিবে হিয়া সে মাধুরী হেরি ; করতাল বাজয়ে মৃদঙ্গ । গায়য়ে মধুর গীত অমিয়া তরঙ্গ ॥ কেহ হলে কেহ কেহ কাদে । ভূমে গড়ি যায় কেহ থির নাহি বাধে ॥ জয় ধ্বনি এ ভূমি আকাশ । মাতিল পামর হীন নরহরিদাস ॥ পুনধর্ণনশী ॥ ভুবনপাবন গোরাচাঁদ । অখিল জীবের মন ফাদ ॥ নাচে