পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৫২ ९छढ्ङ्गिङ्गां हिनि ।। [ দ্বাদশ তরঙ্গ । পুনধর্ণনশী ॥ চৌদিগে গোবিন্দধ্বনি শুনি পহু হাসে । কম্পিত অধরে গোরা গদ গদ ভাষে ॥ নাচয়ে গৌরাঙ্গ যার সঙ্গে নিত্যানন্দ । অবনি ভাগল প্রেমে বাঢ়ল আনন্দ ॥ গোবিন্দ মাধব বাস্থ গায়েন মুকুন্দ। ভুলিল কীৰ্ত্তনরসে পায় নিজৰ্বন্দ ॥ রঙ্গিয় সঙ্গিয়া সে অমিয়া-রসে ভোর । বস্তু রামানন্দ তাহুে লুবধ চকোর ॥ পুনঃ সুহই ॥ মাচত নটবর গৌরকিশোর অভিনব ভঙ্গি ভুবন করু ভোর ॥ ঝল মল অঙ্গকিরণ অনুপাম । হেরইতে মুরছত কত কতকাম ॥ টলমল লোচনযুগল বিশাল । দোলত কণ্ঠে বলিত বনমাল ॥ ঝরত তামিয় বিধুবদন উজের । পিবই নয়নভরি ভকত চকোর ॥ ঘন ঘন ভণয়ে মধুর হরিনাম । শুনইতে কো ন রোয়ই অবিরাম ॥ পামর পতিত প্রেমরসে মাতি । নী দরপে কঠিন এ নরহরি ছাতি ॥ এক দিন হরিধ্বনি শুনি গৌররায় । মূচ্ছিত হইয়া ভুমে পড়িল এথায় ॥ ভক্তগণ চেতন করায় সঙ্কীর্তনে। ভাবাবেশে প্রভু কত কহে থেনে খেনে ॥ কে বুঝিতে পারে সেই ভাবের বিকার। শুন শুন শ্ৰীনিবাস কহি কিছু তার ৷ এক দিন শ্ৰীবাসের গৃহে এই খানে। গোপীভাবে অদ্বৈত নচয়ে সঙ্কীর্তনে ॥ তথাহি শ্রীচৈতন্যভাগবতে মধ্যখণ্ডে ।