পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి&8 छडिज्ञङ्गोकब्र । [ झाँग४ उल्लङ्ग । দন্তে তৃণ ধরি ভূমে পড়ি কত কয় ॥ তিলে তিলে বাঢ়ে প্রেম অধৈর্য্য অস্তর। অদ্বৈতের আৰ্ত্তি জানি আইলা বিশ্বম্ভর ॥ অদ্বৈতে করিয়া স্থির প্রভু গৌররায় । দ্বার দিয়া এই ঘরে বসিলা এথায় ॥ কি বলিব এই ঘরে হৈল মহীরঙ্গ । অদ্বৈতেরে প্রভু দেখাইল বিশ্ব-অঙ্গ ॥ অকস্মাৎ নিত্যানন্দ আসিয়া দেখিল । নিত্যানন্দাদ্বৈত দোহে বিহবল হইল ॥ এ দোহার চরিত্র বুঝিতে শক্তি তার । নিত্যানন্দাদ্বৈতে ভেদবুদ্ধি নাই যার ॥ প্রেমাবেশে প্রিয়গণ-সঙ্গে গোরারায় । নিজ গৃহে গিয়া পুন আইলা এথায় ॥{গণ সহ প্রভু এই ত্রাবাস-অঙ্গণে ৷ হইলেন পরম বিহ্বল সঙ্কীৰ্ত্তনে ॥ ব্যাধি-যুক্ত ছিলেন শ্ৰীবাসের নন্দন । হেন কালে হৈল র্তার বৈকুণ্ঠে গমন ॥ প্রভু-সুখ-ভঙ্গ হবে এ হেতু শ্ৰীবাস। সবে মান কৈলা কেহ ন কৈল প্রকাশ ॥ অন্তর্যামী প্ৰভু গৌরচন্দ্র ভগবান। মৃতপুত্ৰ-মুখে কছাইলা দিব্য জ্ঞান। ঐবাস গোষ্ঠীর পুত্ৰশোক গেলো দূরে। প্রভু-পায়ে ধরি কত কহিল প্রভূরে ৷ প্ৰভু আৰ্দ্ৰ হৈয়া কহে মধুর বচন । নিত্যানন্দ আমি দুই তোমার নন্দন ॥ প্রভুর কারুণ্য বাক্য শুনি প্রেমানন্দে । চতুর্দিকে জয় ধ্বনি করে ভক্তবৃন্দে ॥ প্রভু কতক্ষণ রহি কাৰ্য্য সমাধিয়া । নিজ গৃহে গেল। গদাধর সঙ্গে লৈয় ॥ এক দিন আসি এই শ্ৰীবাস অঙ্গণে । গণ সহ হৈল মহাবিহবল কীৰ্ত্তনে ॥ শ্ৰীবাসভবন পাশে দর্জি এক জন । শ্ৰীবাসের বস্ত্র সিঞে জাতি সে যবন ॥ এথা চতুভূজ প্ৰভু দেখাইল তারে । দেখিলু দেখিলু