\ నtఆ ভক্তিরত্নীকর । [ দ্বাদশ তরঙ্গ । ওহে বাপ শ্ৰীনিবাস বলিয়ে তোমারে । জগত মোহিত এই নদীয়া বিহারে ॥ একদিন এথা বৈসে বিশিষ্ট সকল । পরস্পর কহে হৈয়। প্রেমায়ু বিহবল ৷ গোর বড় দয়ালু উপমা নাই দিতে। গোরা-রূপ গুণে কেবা না ঝরে জগতে ॥ গীতে যথা-সুহই ॥ নাহি, নাহিরে গৌরাঙ্গ বিলু, দয়ার ঠাকুর নাহি অীর । কৃপাময় গুণনিধি, সব মনোরথ সিধি, পূর্ণ পূর্ণ পূর্ণ অবতার ॥ কলি কবলিত যত, জীব সব মুরুছিত, নাহি তার মহৌষধি তন্ত্র । গতিহীন ক্ষীণ প্রাণী, দেখি মৃত সঞ্জীবনী, প্রকাশিল হরিনাম মন্ত্র । রাম-অtfদ অবতারে, ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে, আহ্বরের করিল সংহfর । এবে অস্ত্ৰ ন ধরিল কারু প্রাণে ন মরিল, মম শুদ্ধ কfরল সবার ॥ এ হেন মহিম। র্তার, পাষাণ হৃদয় যার, সে হইল মুনির সেসের ৷ দৈবকীনন্দনে ভণে, হেন প্রভু যে না মানে, সে ভাড়িয়া গড়িয়া শূকর ॥ পুনধর্ণনশী ॥ বড় অবতার ভাই বড় অবতার। পতিতেরে বিলায়ল প্রেমের ভাণ্ডার (বড় অপরূপ যেন গোরাচাদের লীলা । রাজা হৈয়া কাপে করে বৈষ্ণবের ঝোলা । হেন অবতা রের উপমা দিতে নারি । সঙ্কীর্তন-মাঝে নাচে কুলের বেহারি ॥ সব লোক ছাড়ে যারে অপরস বলি। দেবগণ মাগে এবে তার পদধূলি ॥। যবনে হ নাচে গায় লয় হরিনাম ।
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।