পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাদশ তরঙ্গ । ] ভক্তিরত্নীকর । >Ꮹ Ꮔ হেন অবতারে সে বঞ্চিত বলরাম ॥ পুন: কামোদঃ ॥ المصر জলের জীব কাদে, দেখিয়া প্রতিবিম্ব, কাননে কঁদে পশু পাখী । তরুয়া পুলকিত, পাষাণ দরবিত, শুনিয়। অন্ধ কাদে ডাকি ॥ অপরূপ গোরাচাদের দেহ। অসীম অনুভব, এক মুখে কি কব, মনে যে মুখে না আসে সেহ ॥ (কুলের কুলবধূ, ফুকরি সেহ কঁাদে, বধির জড় কাদে ধীদে। মায়ের স্তন ছাড়ি, দুধের বালক, না জানি কিবা লাগি কাদে ॥} এমন অবতার, হবেক নাহি অlর, কেবল করুণার সিন্ধু। পতিত মূঢ় জড়, অজড় উদ্ধারল, কেবল বঞ্চিত যদু ॥ ওহে শ্ৰীনিবাস প্রভু স্বতন্ত্র ঈশ্বর । ভক্তে সে জানিতে পারে প্রভুর অন্তর ॥ কুন কুন ভক্ত এই নির্জনে বসিয়া । কেহ কারু পানে চায় ব্যাকুল হইয়া। কেহ কহে এই কথোদিবস হইতে । ন জানি কি করে হিয়া প্রভুকে দেখিতে ॥ কেহ কহে যে দিবস ঠেঙা লৈয়া হাতে । ক্রোধ করি গেলা প্রভু পঢ়য়া মারিতে। সেই দিন হৈতে প্ৰভু হইলা কেমন । বুঝিবা করেন শীঘ্ৰ সন্ন্যাস গ্রহণ ॥ কেহ কহে এ কথা হইল স্পষ্ট প্রায়। বিশেষে জানিনু নিত্যানন্দের চেষ্টায় ॥ ঐছে কত কহি গেল মুকুন্দ আলয়ে । তেঁহ বগি আছে মহাব্যাকুল হৃদয়ে ॥ গদাধর পণ্ডিতের ঘরে সবে গিয়া। হইলা অধৈৰ্য্য অতি তীরে নিরখিয় ॥ চলিলেন সকলে শ্ৰীবাসের আলয় । নিবারিতে নারে বারিধারা নেত্রে বয় ॥ হেন কালে আইল৷