{ দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। * సిఆసి কাদে সম্ভে এথাই পড়িয় ॥ অদ্বৈত আচাৰ্য্য এথা করয়ে ক্ৰন্দন। শুনি সে বিলাপ ধৈৰ্য্য ধরে কুন জন ॥ । তথাহি শ্রীচৈতন্যচন্দ্রোদয়নাটকে ॥ হে বিশ্বম্ভরদেব হে গুণনিধে হে প্রেমবারাং নিধে, হে দীনোদ্ধরণাবতার ভগবন্ হে ভক্তচিন্তামণে । অন্ধীকৃত্য দিশে দশোহন্ধতমসীকৃত্যাথিলপ্রাণিনাং শূনীিকৃত্য মনাংসি মুঞ্চতি ভবান কেনাপরাধেন নঃ ॥ শ্ৰীবাস মুরারিগুপ্ত-অদি ভক্তগণ । ভূমে লোটাইয়া এথা করয়ে ক্ৰন্দন ॥ কাদয়ে অসংখ্য লোক ব্যাকুলহৃদয় । অশ্রুজলে হৈল মহী পঙ্ক অতিশয়। পরম নিন্দুক পাষণ্ডিরগণ কাদে । না চিনিলু প্রভু বলি স্থির নাছি বাধে। কি নারী পুরুষ বাল বৃদ্ধ নদীয়ার । কাদিয়া বিকল, নারে ধৈর্য্য ধরিবার ॥; কহিতে না পারে কেহো প্রবোধ বচন । দুঃখের সমুদ্রে মগ্ন হৈলা সৰ্ব্বজন ॥ দেখিলু যে সব তাহা কহা নাহি যায়। অদ্যপিহ সে অনল জ্বলিছে হিয়ায় ॥ ওহে শ্ৰীনিবাস কি বলিব বিশ্বম্ভর। গৃহ হৈতে চলে একা কণ্টকনগর ॥ নিত্যানন্দদেব শ্ৰীপণ্ডিত গদাধর। শ্ৰীমুকুন্দদত্ত আর শ্ৰীচন্দ্রশেখর ॥ এ সবে পশ্চাৎ গিয়া প্রভুরে মিলিল। প্রভুর সন্ন্যাস কথা সৰ্ব্বত্র ব্যাপিল। কৃপা করি কেশবভারতী ভাগ্যবানে। সন্ন্যাসগ্রহণ প্রভু করে তার স্থানে ॥ সন্ন্যাস সমরে কেহো স্থির হৈতে নারে। ডুবয়ে অসংখ্য লোক দুঃখের সায়রে ॥ মাঘমাস শুক্ল পক্ষ সময় সুন্দর । করিলেন সন্ন্যাসগ্রহণ বিশ্বম্ভর ॥ r ( ১২১ ) -
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।