পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৬২ | ভক্তিরত্নাকর । [ দ্বাদশ তরঙ্গ । তথাহি শ্রীচৈতন্যচরিতামৃতে মধ্যখণ্ডে ॥ চৰ্ব্বিশ বৎসর শেষে যেই মাঘমাস। তার শুক্লপক্ষে প্ৰভু করিলা সন্ন্যাস ॥ সন্ন্যাস করিয়া প্ৰভু প্রেমায় অস্থির। কণ্টকনগর হৈতে হইল বাহির ॥ শ্ৰীচন্দ্রশেখরাচার্য আসি নদীয়ায় । দেখে প্রভূ বিচ্ছেদগ্নি দগ্ধয়ে সবায় ॥ ঐচন্দ্রশেখর জিজ্ঞাসিতে সবে ধায়। প্রভুর সংবাদ এথা কহে শচীমায় ॥ অদ্বৈতাদি শুনি সবে প্রভুর সন্ন্যাস । হইলেন যৈছে তা কি কব ঐনিবাস। প্রভু রাঢ়ে ভ্ৰমি রাঢ়-ভাগ্য জন্মাইলা । গঙ্গাতীরে আসি গঙ্গাস্নানে, হৰ্ষ হৈল ॥ ফুলিয়াগ্রামের সন্নিধানে প্রভু গিয়া। নিত্যানন্দে দিল নদীয়ায় পাঠাইয়া ॥ নর্দায়ায় আসি পদ্মাবতীর তনয়। প্রথমেই প্রভুর ভবনে প্রবেশয় । (এথাই বসিয়া ছিল। শচী ঠাকুরাণী। দ্বাদশ উপাসে অতি ক্ষীণ তনু খানি ॥ আইর চরণে প্ৰণমিলেন নিতাই আইয়ুহ বাগ বলি ছাপন্ন আই। নিত্যানন্দে দেখি মহাভাগবত-গণ । কহিতে কি জানি সৈছে করয়ে ক্ৰন্দন ॥ সব প্রতি নিতাই কহয়ে মৃদুভামে। লইতে আইলু সবে চল প্রভু-পাশে ॥ ফুলিয়া গেলেন প্ৰভু মোরে পাঠাইয়। শান্তিপুর যাইবেন ফুলিয়া হইয়া ॥ নিত্যনন্দবাক্যে সবে আনন্দ বিহ্বল। হইয়াছিলেন ক্ষীণ হৈল মহাবল । নিত্যানন্দ শ্ৰীশচী আইরে কত কৈয়া। করাইল রন্ধন করিল যত্ন পায়। অন্ন ব্যঞ্জনাদি আই কৃষ্ণে সমৰ্পিল। আগে আই নিত্যানন্দে প্রসাদাম দিল ॥(তবে সৰ্ব্ব বৈষ্ণবে করিয়া পরিবেশন। সভা সন্তোষিয়া আই করিলা ভোজন ॥ বিষ্ণুপ্রিয়