পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। ৯৬৩ দেবী এথা প্রসাদ ভুঞ্জিল। সৰ্ব্ব বৈষ্ণবের মহা আনন্দ জন্মিল ॥; তবে নিত্যানন্দ সঙ্গে প্রভু-প্রিয়গণ। সাজিলেন গৌরচন্দ্রে করিতে দর্শন। নদীয়ার শ্রীপুরুষ বাল বৃদ্ধ যত । চলয়ে দর্শনে শোভা কে কহিবে কত ॥ পূর্বে নিন্দ কৈল যত প'ষণ্ডির গণ । তারা চলে প্রভুপদে লইতে শরণ ॥ নবদ্বীপ ফুলিয়৷ মগর শান্তিপূরে। লোক গতায়াত সংখ্যা কে করিতে পারে ॥ নবদ্বীপপাসী যত প্রভু--প্রিয়গণ শ্ৰীশচী মাতীয় লৈয়া করিল গমন ॥ হেন কলে কেহো আসি কহে লহু লহু । অদ্য অদ্বৈতের গৃহে আইলেন প্রভু ॥ শুনি চতুর্দিকে লোক করে ধtওয়া ধাই। এই পথে শাস্তিপুরে চলিলেন আই ॥ অদ্বৈতের গৃহে গিয়া দেখি বিশ্বম্ভর । কহিতে কি জানি যাহা হইল অন্তরে ॥ পুত্র কোলে করি আই দুঃখ পাসরিল। করিয়া রন্ধন পুত্রে ভিক্ষা করাইল ॥ শ্ৰীবাস মুরারিগুপ্ত-আদি ভক্তগণ। প্রত্ন বেঢ়ি করিলা অদ্ভূত সঙ্কীৰ্ত্তন। নৃত্য করি তিন প্রভু বৈসয়ে উল্লাসে। শোভা দেখি লোক কত কহে মৃত্নভাষে ॥ গীতে যথা—কামোদঃ ॥ আহা মরি মরি, দেখ আঁখি ভরি, ভুবনমোহন রূপ। অদ্বৈত আনন্দ,-কন্দ নিত্যানন্দ, চৈতন্য রসের ভূপ। যিনি বিৰুঘট, বদনের ছটা, মদনগরব হরে। লহু লহু হাসি, স্বধ রাশি রাশি, বরিসে রসের ভরে। করে ঝল মল, তিলক উজ্জ্বল, ললিত লোচন ভুরু। কিবা বাহুশোভা, মুনিমনো