পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిఫి ভক্তিরত্নাকর। [ দ্বাদশ তরঙ্গ । লোভা, বক্ষ পরিসর চারু ॥ গলে শোভে ভাল, নানা ফুলমাল, সুবেশ বসন সাজে। অরুণ চরণ, বিলসয়ে ঘন, শ্যামের হৃদয়-মাঝে ॥ * ওহে শ্ৰীনিবাস গৌরচন্দ্রের কৃপায় । (স্ত্রী বালক বৃদ্ধ যুব সবে নাচে গায় ॥ প্রেমভক্তি রত্ন প্রভু সবে করে দান। অদ্বৈতভবন হৈল বৈকুণ্ঠসমান ) বাস মুরারিগুপ্ত-অাদি ভক্তগণে । দিলেন পরমানন্দ প্রবোধ বচনে ॥ প্রভু জননীর পরিতোষ জন্মাইল । এই পথে অই নিজ ভবনে আইলা ॥ যে আনন্দ হইল শ্রীঅদ্বৈত-ভবনে । তাহা বর্ণিবারে নারে সহস্র বদনে ॥ সবে প্রবোধিয়া প্ৰভু করয়ে গমন । নিতমনন্দ-অাদি সঙ্গে চলে কত জন ॥ তথাহি শ্রীচৈতন্যভাগবতে অন্ত্যখণ্ডে ॥ নিত্যানন্দ গদাধর মুকুন্দ গোবিন্দ ; সংহতি জগদানন্দ আর ব্রহ্মানন্দ ॥ পরম কৌতুকে প্রভু নীলাচলে গেল । সৰ্ব্বত্র ভ্ৰমিয়া নীলাচলে বাস কৈলা ॥ । গীতে যথা—কামোদঃ ॥ শচীন্থত গৌরহরি, নবদ্বীপে অবতরি করিলেন বিবিধ বিলাস। সঙ্গে লৈয়া প্রিয়গণ, প্রকাশিয়া সঙ্কীৰ্ত্তন, বাঢ়াইল৷ সবার উল্লাস ॥ কিব। সে সন্ন্যাসুবেশে, ভ্ৰমি পহু দেশে দেশে, নীলাচলে আসিয়া রহিল। রাধিকার প্রেমে মাতি, না জানি দিবী রাতি, সে প্রেমে জগং মাতাইলা ॥ নিত্যানন্দ বলরাম, জ্বদ্বৈত গুণের ধাম, গদাধর ন্ত্রপাসাদি যত দেখি সে অদ্ভুত