পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ। ভক্তিরত্নীকর । ふ、Q রীতি, কেহ না ধরয়ে ধৃতি, প্রেমায় বিহ্বল অবিরত ॥ দেবের দুল্লভ রত্ন, বিলাইল করি যত্ন, কৃপার বালাই লৈয়া মরি। কৈলা কলিযুগ ধন্য, প্রভু কৃষ্ণচৈতন্য, যশ গায় দাস নরহরি ॥ ওহে শ্ৰীনিবাস প্রভু রহি নীলাচলে। নিত্যানন্দে পাঠায়েন শ্ৰীগৌড়মণ্ডলে ॥ নিভৃতে নিতাইৰ্চাদে কহিল যে কথা। প্রভুর ইচ্ছায় ব্যক্ত না হইল তথা ॥ গৌড়ে আইসে নিত্যানন্দ করুণার নিধি। সঙ্গে অভিরাম দাস গদাধর-অাদি ৷ তথাহি শ্রীচৈতন্যভাগবতে অন্ত্যখণ্ডে ॥ রাম-দাস গদাধর-দাস মহাশয় । রঘুনাথ বৈদ্য ওঝা ভক্তিরসময় ৷ কৃষ্ণদাস পণ্ডিত পরমেশ্বরী-দাস । পুরন্দর পণ্ডিতের পরম উল্লাস ॥ নিত্যানন্দ স্বরূপের যত আপ্তগণ । নিত্যানন্দসঙ্গে সবে করিলা গমন ॥ গমনের কালে যে কহিলা গৌরচন্দ্র। তাহাই করেন স্থির হৈয়া নিত্যানন্দ ॥ ভ্ৰমিয়া উৎকল দেশ গৌড়দেশে গতি । প্রেমাবেশে পতিত দুঃখিত দয়া অতি ॥ গীতে যথা—আভীর ॥ জয় জয় নিত্যানন্দ রোহিণীকুমার। পতিত উদ্ধার লাগি বাহু পসার ॥ গদ গদ মধুর মধুর আধ বোল । যারে দেখে তারে প্রেমে ধরি দেই কোল ॥ ডগ মগ নয়ন ঘুরয়ে নিরন্তর। সোনার কমলে যেন ফিরয়ে ভ্রমর ॥ দয়ার ঠাকুর নিতাই পরদুখ জানে। হরিনামের মালা গাথি দিল জগজনে ॥ পাপ পাষণ্ডী যত করিলা দমন। দীন হীনজনে কৈল প্রেম বিতরণ। আহ। ফ্রগৌরাঙ্গ বলি পড়ে ভূমিতলে । শরীর ভিজিল