ぐとや ভক্তিরত্নাকর। দ্বাদশ তরঙ্গ । নিতাইর নয়নের জলে ॥ বৃন্দাবনদাস এই মনে বিচারিল । ধরণী উপরে কিবা বিজুরি পড়িল ॥ পুনঃ মঙ্গলঃ ॥ গজেন্দ্র গমনে যায়, সকরুণ দিঠে চায়, পদভরে মহী টলমল । মহাম স্তু-সিংহ যিনি, কম্পবতী মেদিনী, পাষণ্ডিগণ শুনিয়া বিকল ॥ আয়ত অবধূত করুণার সিন্ধু । প্রেমে গর গর মন, করে হরিসঙ্কীৰ্ত্তন, পতিতপাবন দীনবন্ধু ॥ ধ্রু ॥ হুঙ্কার করিয়া চলে, আচল সচল নড়ে, প্রেমে ভাসে অমর সমাজ । সহচরগণ সঙ্গে, পিবিধ খেলনা রঙ্গে, অলখিত করে সব কাজ ॥ শেষশাস্ত্রী সঙ্কীর্তন,-অবতারা নারায়ণ, র্যার অংশ কলায় গগণ । কৃপাসিন্ধু ভক্তিদাতা, জগতের হিতকৰ্ত্তা, সেই রাম রোহিণী নন্দন ॥ যার ট্রাল লাবণ্য ধাম, আগম নিগমে গান, যার রূপ মদনমোহন । এবে অকিঞ্চন বেশে, ফিরে পহু দেশে দেশে, উদ্ধার করয়ে ত্রিভুবন ॥ ব্রজের বৈদগ্ধী সার, যত যত লীলা আর, পাইবারে ঘদি থাকে মন । বলরাম দাসে কয়, মনোরথ সিদ্ধি হয়, ভক্ত ভাই স্ত্রীপাদ-চরণ ॥ সৰ্ব্বত্র হইল ধ্বনি নিতানন্দ রায় । আইলেন গৌড়দেশে বিহ্বল প্রেমায় ॥ চতুর্দিকে ধায় লোক প্রভুরে দেখিতে । প্রভুর অদ্ভূত দয়া দুঃখিত পতিতে ॥ গীতে যথা—ধানশী ॥ গোরা-প্রেমে গর গর নি ভাই তামার । অরুণ নখুনে বহে স্বরধনি ধার ॥ বিপুল পুলকাবলি শোভে হেম গায় ।
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।