পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নীকর । సJ8 গজেন্দ্র গমনে হিলি দুলি চলি যায়। পতিতেরে নিরথিয়া দুবাহু পসারি। ক্রোড়ে করি সঘনে বোলায় হরি হরি ॥ এমন দয়ার নিধি কে হইবে আর । নরহরি-অধম তারিতে অবতার ॥ পুনঃ পঠমঞ্জরী ॥ নিতাইচাঁদ দয়াময় নিতাইচাঁদ দয়াময়। কলি জীবে এত দয়া কভু নাই হয় ৷ গেনে কলা খেনে গোরা অঙ্গ হয় শীত । খেনে হাসে খেলে কঁদে না পায় সম্বিত ॥ খেনে গে। গো করে গেীর বলিতে না পারে । গোর-রীগে রাঙ্গ আঁখি জলেই সীতীরে ॥ তাপনি ভাসিয়া রসে ভাসাইল ক্ষিতি । এ ভব অচলে যদু রহল অবধি ॥ পুনঃ শ্রীরাগঃ ॥ নিতাই গুণমণি তামীর নিতাই গুণমণি । অনিয়া প্রেমের বন্য ভাসালে অগনি ॥ প্রেশ্নের বন্য লৈয়া নিতাই আইল গৌড়দেশে । ডুবিল ভকতগণ দীনহীন ভাসে । দীনহীন পতিত পামর নাই বাছে। ব্রহ্মার দুল্লভ প্রেম সবাকারে যাচে ॥ অবধি করুণাসিন্ধু কাটিয়া মুহাম। ঘরে ঘরে বুলে প্রেম করুণার বান ॥ লোচন বোলে মোর নিতাই যেবা না ভজিল । জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হৈল ॥ প্রথমেই নিত্যানন্দ প্রিয়গণ সঙ্গে। পাণিহাটি গ্রামেতে আইলা মহারঙ্গে ॥ রাঘবপণ্ডিত শ্ৰীমকরধ্বজ কর। সবার হইল মহা-উল্লাস অন্তর ॥ রাঘবপণ্ডিত গৃহে যে নৃত্য কীৰ্ত্তন। তাহা বর্ণিবার শক্তি ধরে কুন জন ॥ সঙ্কীর্তনে নিতাইচাদের