দ্বাদশ তরঙ্গ । ভক্তিরত্নাকর। సెమిసె পঢ়ি মন্ত্র মাথে, ঢালে জল দামো,-দর হরষিত হৈয়া ৷ জয় জয় জয় ধ্বনি করি। মানুষে মিশায়, স্বরগণ শোভা, নিরখে নয়ন ভরি। কেহে, গায় অভিষেক রঙ্গে। পরাইয়া শুষ্ক,-বাস নরহরি, চন্দন দেই সে রঙ্গে । বসিতে খটায় বনমালা পরাইয়। শ্রীরাঘবানন্দ ছত্র ধরে হর্ষ হৈয়া ॥ পরিব কদম্বমালা রাঘবেরে কয়। রাঘব কহয়ে এবে ফুল নাই হয়। প্রভু কহে দেখহ অবশ্য ফুল আছে। দেখয়ে কদম্বফুল জম্বারের গাছে । ফুল আনি রাঘব গাথিয়া দিব্য মালা। পরাইলা প্রভু-গলে এ অদ্ভুত খেলা ৷ নিত্যানন্দপ্রভাব কহিতে শক্তি কার। সবে উপদেশে কৃষ্ণচন্দ্রে ভজিবার। করুণাসমুদ্র প্রভু নিত্যানন্দরায়। পরম দুল্লভ ভক্তি দিলেন সভায় ॥ তথাহি শ্রীচৈত্যভাগবতে অস্ত্যখণ্ডে ॥ যে ভক্তি গোপিকাগণে কহে ভাগবতে। নিত্যানন্দ হৈতে তাহা পাইল জগতে ॥ কিছু দিনে ভূষণ পরিতে ইচ্ছা করে। হইলা ভূষিত বহুমূল্য অলঙ্কারে ৷ হইল ভূষণ-শোভা অতি চমৎকার। প্রভু যে ভূষণ পরে আছে হেতু তার ॥ অবধূতবেশে প্রভু ব্রজের ভ্রমণে । করিলেন কৃপা এক ভক্তে গোবৰ্দ্ধনে ॥ অলঙ্কার পরাইতে তেহেঁ ইচ্ছা করে। প্ৰভু তাহ জানি কহে কিছু দিন পরে ॥ ভক্তপ্রীতি লাগি গোবৰ্দ্ধন-শিলা দিলা । স্বর্ণে বদ্ধ করাইয়া কণ্ঠেতে রাখিল ॥ ভক্ত-ইচ্ছা-মতে এবে পরয়ে ভূষণ। প্রভুর এ লীলা না বুঝয়ে অন্য জন । { २२२ )
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৯৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।